Homeখেলাধুলোক্রিকেটরনজি ট্রফি ২০২৫: শামি ছাড়াই ইনিংসে জয় বাংলার, শাহবাজের ঘূর্ণিতে বিধ্বস্ত রেলওয়েজ

রনজি ট্রফি ২০২৫: শামি ছাড়াই ইনিংসে জয় বাংলার, শাহবাজের ঘূর্ণিতে বিধ্বস্ত রেলওয়েজ

রনজি ট্রফি ২০২৫-এ রেলওয়েজকে ইনিংস ও ১২০ রানে হারাল মোহাম্মদ শামি-বিহীন বাংলা। শাহবাজ আহমেদ নিয়েছেন দুর্দান্ত সাত উইকেট।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মোহাম্মদ শামি-বিহীন বাংলা দল রনজি ট্রফি ২০২৫-এর গ্রুপ সি ম্যাচে রেলওয়েজকে ইনিংস ও ১২০ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দাপট বজায় রাখল। সুরাতের লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে বাংলার বড়ো জয়ে মূল ভূমিকা ছিল বাঁহাতি স্পিনার শাহবাজ আহমেদের, যিনি একাই তুলে নেন ৭ উইকেট।

শামি আগের দুটি ম্যাচে (উত্তরাখণ্ড ও গুজরাতের বিরুদ্ধে) গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও ত্রিপুরার বিপক্ষে উইকেটশূন্য ছিলেন এবং সেই ম্যাচ ড্র হয়। চার রাউন্ড শেষে বাংলা এখন পর্যন্ত একমাত্র দল, যারা তিনটি ম্যাচে জয় পেয়েছে।

প্রথম ইনিংসে অনেকটাই পিছিয়ে ছিল রেলওয়েজ

টস জিতে প্রথমে ব্যাট করে বাংলা। শুরুটা ভালো হয়নি – মাত্র ৬১ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এর পর অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ও অলরাউন্ডার শাহবাজ আহমেদ মিলে গড়েন ১৩৪ রানের জুটি। শাহবাজ ৮৬ রান করে আউট হলেও মজুমদার ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল ১৯টি চার।

ব্যাট হাতে খেল দেখালেন সুমন্ত গুপ্ত (বাঁ দিকে) এবং অনুষ্টুপ মজুমদার। ছবি Xtra Time ‘X’ থেকে নেওয়া।

পরে সুমন্ত গুপ্ত (১২০) মজুমদারের সঙ্গে আরও একটি ১৩৪ রানের জুটি গড়ে দলের স্কোর ৪৭৪-এ পৌঁছে দেন। রেলওয়েজের পক্ষে কুনাল যাদব নেন ৪টি উইকেট।

রেলওয়েজের ইনিংসে শুরুতেই ঝড় তোলেন বাংলার সুরজ সিন্ধু জয়সওয়াল। তিনি মাত্র ১৬ রানে প্রতিপক্ষের শীর্ষ চার ব্যাটারকে ফিরিয়ে দেন। ভরসা জোগান শুধুমাত্র ভার্গব মেরাই ও উপেন্দ্র যাদব, যাঁরা মিলে ১৩৩ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত রেলওয়েজ গুটিয়ে যায় ২২২ রানে, যার মধ্যে ভার্গব ও উপেন্দ্র করেন যথাক্রমে ৯১ ও ৭০ রান।

বাংলার কৃতী ক্রিকেটারদের সঙ্গে দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। ছবি Xtra Time ‘X’ থেকে নেওয়া।

ফলো-অন রেলওয়েজের

ফলো-অন করার পর রেলওয়েজের দ্বিতীয় ইনিংস ভেঙে পড়ে শাহবাজ আহমেদের স্পিনে। ২২.৫ ওভারে মাত্র ৫৬ রান খরচ করে শাহবাজ তুলে নেন ৭ উইকেট। বাকিদের মধ্যে রাহুল প্রসাদ নেন ২টি এবং মোহাম্মদ কৈফ ১টি উইকেট।

রেলওয়েজের হয়ে দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়েন বিবেক সিং (২৯), ভরগব মেরাই (২৬) ও উপেন্দ্র যাদব (২১)। তবে শাহবাজের ধারালো টার্ন ও নিখুঁত লাইনে আর টিকতে পারেননি কেউই। মাত্র ৫৫.৫ ওভারেই ১৩২ রানে অলআউট হয় তারা এবং বাংলা ইনিংস ও ১২০ রানে জয় নিশ্চিত করে।

এলিট পর্বে ৩২টি দলের মধ্যে বাংলা শীর্ষে

এই জয়ে গ্রুপ সি-তে শীর্ষে উঠে এসেছে বাংলা, এবং টুর্নামেন্টের একমাত্র তিন ম্যাচজয়ী দল হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ৪ ম্যাচ খেলে বাংলার সংগ্রহ ১৯ পয়েন্ট। রনজিতে এলিট পর্বে ৩২টি দলের মধ্যে প্রত্যেকটিরই ৪টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। কিন্তু বাংলার সমান পয়েন্ট কেউই সংগ্রহ করতে পারেনি।  

আরও পড়ুন

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

আরও পড়ুন

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...