খবর অনলাইন ডেস্ক: মোহাম্মদ শামি-বিহীন বাংলা দল রনজি ট্রফি ২০২৫-এর গ্রুপ সি ম্যাচে রেলওয়েজকে ইনিংস ও ১২০ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দাপট বজায় রাখল। সুরাতের লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে বাংলার বড়ো জয়ে মূল ভূমিকা ছিল বাঁহাতি স্পিনার শাহবাজ আহমেদের, যিনি একাই তুলে নেন ৭ উইকেট।
শামি আগের দুটি ম্যাচে (উত্তরাখণ্ড ও গুজরাতের বিরুদ্ধে) গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও ত্রিপুরার বিপক্ষে উইকেটশূন্য ছিলেন এবং সেই ম্যাচ ড্র হয়। চার রাউন্ড শেষে বাংলা এখন পর্যন্ত একমাত্র দল, যারা তিনটি ম্যাচে জয় পেয়েছে।
প্রথম ইনিংসে অনেকটাই পিছিয়ে ছিল রেলওয়েজ
টস জিতে প্রথমে ব্যাট করে বাংলা। শুরুটা ভালো হয়নি – মাত্র ৬১ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এর পর অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ও অলরাউন্ডার শাহবাজ আহমেদ মিলে গড়েন ১৩৪ রানের জুটি। শাহবাজ ৮৬ রান করে আউট হলেও মজুমদার ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল ১৯টি চার।

ব্যাট হাতে খেল দেখালেন সুমন্ত গুপ্ত (বাঁ দিকে) এবং অনুষ্টুপ মজুমদার। ছবি Xtra Time ‘X’ থেকে নেওয়া।
পরে সুমন্ত গুপ্ত (১২০) মজুমদারের সঙ্গে আরও একটি ১৩৪ রানের জুটি গড়ে দলের স্কোর ৪৭৪-এ পৌঁছে দেন। রেলওয়েজের পক্ষে কুনাল যাদব নেন ৪টি উইকেট।
রেলওয়েজের ইনিংসে শুরুতেই ঝড় তোলেন বাংলার সুরজ সিন্ধু জয়সওয়াল। তিনি মাত্র ১৬ রানে প্রতিপক্ষের শীর্ষ চার ব্যাটারকে ফিরিয়ে দেন। ভরসা জোগান শুধুমাত্র ভার্গব মেরাই ও উপেন্দ্র যাদব, যাঁরা মিলে ১৩৩ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত রেলওয়েজ গুটিয়ে যায় ২২২ রানে, যার মধ্যে ভার্গব ও উপেন্দ্র করেন যথাক্রমে ৯১ ও ৭০ রান।
বাংলার কৃতী ক্রিকেটারদের সঙ্গে দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। ছবি Xtra Time ‘X’ থেকে নেওয়া।
ফলো-অন রেলওয়েজের
ফলো-অন করার পর রেলওয়েজের দ্বিতীয় ইনিংস ভেঙে পড়ে শাহবাজ আহমেদের স্পিনে। ২২.৫ ওভারে মাত্র ৫৬ রান খরচ করে শাহবাজ তুলে নেন ৭ উইকেট। বাকিদের মধ্যে রাহুল প্রসাদ নেন ২টি এবং মোহাম্মদ কৈফ ১টি উইকেট।
রেলওয়েজের হয়ে দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়েন বিবেক সিং (২৯), ভরগব মেরাই (২৬) ও উপেন্দ্র যাদব (২১)। তবে শাহবাজের ধারালো টার্ন ও নিখুঁত লাইনে আর টিকতে পারেননি কেউই। মাত্র ৫৫.৫ ওভারেই ১৩২ রানে অলআউট হয় তারা এবং বাংলা ইনিংস ও ১২০ রানে জয় নিশ্চিত করে।
এলিট পর্বে ৩২টি দলের মধ্যে বাংলা শীর্ষে
এই জয়ে গ্রুপ সি-তে শীর্ষে উঠে এসেছে বাংলা, এবং টুর্নামেন্টের একমাত্র তিন ম্যাচজয়ী দল হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ৪ ম্যাচ খেলে বাংলার সংগ্রহ ১৯ পয়েন্ট। রনজিতে এলিট পর্বে ৩২টি দলের মধ্যে প্রত্যেকটিরই ৪টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। কিন্তু বাংলার সমান পয়েন্ট কেউই সংগ্রহ করতে পারেনি।
আরও পড়ুন