হায়দরাবাদ পর্যুদস্ত, রঞ্জির ইতিহাসে অন্যতম সেরা জয় বাংলার

0

কল্যাণী: এক দিনে পনেরো উইকেট। বিপক্ষকে দু’ বার অল আউট করে রঞ্জি ট্রফির ইতিহাসে অন্যতম সেরা জয় পেল বাংলা। ইনিংস এবং ৩০৩ রানে জয় এল বঙ্গশিবিরে। মনোজ তিওয়ারির পর এ দিন বল হাতে কামাল করলেন শাহবাজ আহমেদ-সহ বাকি বোলাররা।

এ বার রঞ্জির মরশুমের শুরুটা বাংলার ভালোই হয়েছিল। প্রথম ম্যাচে কেরলের বিরুদ্ধে জয়ের পরে তার পরের দু’টি ম্যাচ তিন পয়েন্ট করে পেয়েছিল বাংলা। কিন্তু তাল কেটে যায় বিদর্ভের বিরুদ্ধে ম্যাচে। মাত্র দু’ দিনে ধ্বংস হয়ে যায় বাংলা শিবির।

নিজেদের রঞ্জি অভিযানকে আবার সঠিক পথে নিয়ে আসতে দরকার ছিল বড়ো জয়ের। আর ঠিক সেটাই হল।

মনোজ তিওয়ারির ঐতিহাসিক ত্রিশতরানের পর হায়দরাবাদের ওপর চেপে বসে বাংলা শিবির। মঙ্গলবার প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং শুরু করে তারা।

কিন্তু ইনিংস বেশি দূর এগোয়নি। সৌজন্যে শাহবাজ আহমেদের হ্যাটট্রিক। মাত্র ১৭১ রানেই প্রথম ইনিংস গুটিয়ে যায় হায়দরাবাদের।

ফলো-অন করাতে আর দ্বিতীয় বার ভাবতে হয়নি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে হায়দরাবাদের পারফরম্যান্স আরও খারাপ। আগের ইনিংসের থেকে দশ রান কমেই অল আউট হয়ে যায় তারা।

এই ইনিংসে শাহবাজ দুই উইকেট নিলেও দাপটের সঙ্গে বোলিং করে চার উইকেট নিয়ে নেন পেসার আকাশ দীপ। মুকেশ কুমার আর অর্ণব নন্দী একটি করে উইকেট পান।

ইনিংসে জয়ের ফলে এই ম্যাচ থেকে সাত পয়েন্ট তুলল বাংলা। মোট ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন স্বস্তিদায়ক জায়গায় তারা।

বিজ্ঞাপন