bengalcricket

বাংলা – ১৮৭/ ৪৩২-৬ ডিক্লেয়ার                   পঞ্জাব – ৪৪৭, ১৩২-৫ 

ওয়েবডেস্ক: প্রথম ইনিংসে পিছিয়ে পড়া, যার ফলে রঞ্জির গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য জয় খুব দরকার ছিল এই ম্যাচে। যার ফলে এ বারের মতো রঞ্জির আশা শেষ। দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুটা ভালোই করেছিলেন মনোজরা।

আরও পড়ুন: মন্তব্য বিতর্কে হার্দিক, রাহুলের শাস্তি চাইছেন সিওএ প্রধান

তৃতীয় দিনের শেষে অবশ্য ৪২ রানে পিছিয়ে থাকে বাংলা। ফলে চতুর্থ দিনের একটা শেষ চেষ্টা যে করবে দু’লই থাকবে তা এক প্রকার বোঝাই গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ৪৩২/৬ ডিক্লেয়ার দেন মনোজরা। ২০১ রানে অপরাজিত থাকেন ইশ্বরন। তিনিই ম্যাচের সেরা মনোনীত হয়েছেন। অন্য দিকে ১০৫ করেন অহিনায়ক মনোজ তিওয়ারি।

ফলে দ্বিতীয় ইনিংসে পঞ্জাবকে ১৭২ রানের টার্গেট দেয় বাংলা। তবে ১৩২/৫ রানেই খেলা শেষ ঘোষণা করেন আম্পায়ররা। ফলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেল পঞ্জাব।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here