Homeখেলাধুলোক্রিকেটবিলি বাউডেন ও সাইমন টফেল আবারও আম্পায়ারিংয়ে ফিরছেন

বিলি বাউডেন ও সাইমন টফেল আবারও আম্পায়ারিংয়ে ফিরছেন

প্রকাশিত

আন্তর্জাতিক মাস্টার্স লিগে আম্পায়ার হিসেবে ফিরছেন বিলি বাউডেন ও সাইমন টফেল। তাঁরা গুণ্ডাপ্পা বিশ্বনাথের সঙ্গে আন্তর্জাতিক মাস্টার্স লিগের (আইএমএল) উদ্বোধনী আসরে দায়িত্ব পালন করবেন। পাঁচবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার সাইমন টফেল আইএমএল আম্পায়ারদের প্যানেলের নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে থাকবেন অভিজ্ঞ আম্পায়ার উমেশ দুবে ও লিন্ডন এডওয়ার্ড হ্যানিবল। বিশ্বনাথ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন, যাতে পুরো টুর্নামেন্টে সুষ্ঠু ও নিরপেক্ষ আম্পায়ারিং নিশ্চিত হয়।

সাইমন টফেল বলেন, “ক্রিকেট আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে, এবং আন্তর্জাতিক মাস্টার্স লিগ সেই গৌরবময় দিনগুলোকে ফিরিয়ে আনছে। ক্রিকেট ইতিহাসের সেরা কিছু খেলোয়াড়ের ম্যাচে আম্পায়ার হিসেবে দাঁড়ানো আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। ভক্তরা দারুণ উত্তেজনাপূর্ণ খেলা, পারস্পরিক সৌহার্দ্য এবং স্মরণীয় মুহূর্ত প্রত্যক্ষ করবেন।”

বিলি বাউডেন, যিনি নিজের অভিনব আম্পায়ারিং ভঙ্গির জন্য পরিচিত, তিনিও এই লিগে যুক্ত হয়ে আম্পায়ারিং প্যানেলকে আরও আকর্ষণীয় করে তুলেছেন।

অন্যদিকে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক গুণ্ডাপ্পা বিশ্বনাথ বলেন, “আন্তর্জাতিক মাস্টার্স লিগের প্রথম আসরে ম্যাচ রেফারি হওয়া আমার জন্য সম্মানের। এই টুর্নামেন্টে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা একত্রিত হচ্ছেন, এবং আমি নিশ্চিত করতে চাই যে খেলার চেতনা অক্ষুণ্ণ থাকবে। ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনো ম্লান হয় না, আর এই লিগ সেটাই উদযাপন করছে।”

আন্তর্জাতিক মাস্টার্স লিগের সূচি ও অংশগ্রহণকারী ক্রিকেটাররা

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ, ২০২৫ পর্যন্ত। খেলা হবে নবি মুম্বই, বড়োদরা এবং রায়পুরে।

এই লিগে অংশ নেবেন বিশ্ব ক্রিকেটের অবসরপ্রাপ্ত কিংবদন্তিরা। দলে থাকবেন—

ভারতের সচিন তেন্ডুলকর

শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা

ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা

অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন

দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস

ইংল্যান্ডের ইয়ন মরগান

লাইভ সম্প্রচার

২২ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টটি সরাসরি দেখা যাবে ডিজনি+ হটস্টার, কালার্স সিনেপ্লেক্স (এসডি ও এইচডি) এবং কালার্স সিনেপ্লেক্স সুপারহিটস চ্যানেলে। খেলা শুরু হবে রাত ৭:৩০ মিনিটে।

সাম্প্রতিকতম

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে অনীহা

পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে ৮৫ হাজার স্কয়ার ফুট জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা। নতুন করে নির্মাণের আগে অস্থায়ীভাবে বসানো হবে দোকান।

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

আরও পড়ুন

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

ছয় মেরে অভিষেক আইপিএল-এ কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব সূর্যবংশীর

খবর অনলাইন ডেস্ক: ইতিহাস রচনা করল বৈভব সূর্যবংশী। গত মাসেই ১৪ বছর হয়েছে তার...

স্বাধীনতা দিবসের পরই বাংলাদেশ সফরে ভারত, সাদা বলের সিরিজে বিশ্রামে থাকছেন সিনিয়ররা?

১৭ অগস্ট থেকে শুরু ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ়। মিরপুর ও চট্টগ্রামে হবে ছ’টি ম্যাচ। বিশ্রামে রোহিত, বিরাটরা? বাংলাদেশ সফরে যেতে পারেন তরুণরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে