cricket

ওয়েবডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে সেই বুমরাহ রীতিমতো ‘ট্রোল’ হলেন সোশ্যাল মিডিয়ায়। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটারে একটি ছবি পোস্ট করা হয়। সেই ছবিতে দেখা যায় মুম্বই এয়ারপোর্টে বসে মোবাইল নিয়ে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা।

পোস্টে লেখা হয়, “যতক্ষণ আমরা পরবর্তী ঘোষণা সম্বন্ধে জানতে না পারছি ততক্ষণ বেশিরভাগ খেলোয়াড়ই জনপ্রিয় মাল্টিপ্লেয়ার গেম খেলতে ব্যস্ত”।

 

তবে এই ছবির মধ্যে লক্ষ্য করা যায় একমাত্র বুমরাহ-র হাতেই কোনো মোবাইল নেই। এবং তিনি চুপচাপ বসে আছেন। সোশ্যাল মিডিয়ায় যা থেকে রীতিমতো ট্রোল শুরু হয়ে যায়।

bumrah
ছবি সৌজন্যে : এনডিটিভি

একজন বলেন, পরিবারে গেট টুগেদার হওয়ার সময় সেই বাচ্চা যার কাছে মোবাইল নেই।

আরেকজন বলেন, যখন আপনি ফোনে চার্জ দিতে ভুলে যান এবং সঙ্গে পাওয়ার ব্যাঙ্কও থাকে না।

অন্য একজন বলেন, এটা আমি এবং আমার গ্রুপ এবং যখন আমাদের দেখা হয় আমি এই ভাবে বসে থাকি  কারণ আমি খেলি না।

tw1

 

tw2

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here