আউট করে জড়িয়ে ধরলেন ব্যাটসম্যানকেই, চমকপ্রদ উদ্‌যাপন বোলারের

0

ওয়েবডেস্ক: ক্রিকেট মাঠে বোলারদের উইকেট নিয়ে অদ্ভুত উদ্‌যাপনের নজির অতীতে বহুবার দেখা গিয়েছে। কিন্তু কখনও কি দেখেছেন ব্যাটসম্যানকে আউট করে তাঁর পেট জড়িয়ে ধরছেন বোলার? শুনে অবাক লাগাটাই স্বাভাবিক। কিন্তু এমনই ঘটনা ঘটল।

টি১০ ক্রিকেট লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজপুত এবং পাখতুনরা। আর সেখানেই এমন কাণ্ড করলেন পাখতুনের পাক বোলার সোহেল খান। বিপক্ষের খেলোয়াড় তথা আফঘানিস্তানের ব্যাটসম্যান মহম্মদ শাহজাদকে আউট করে। সোহেলের প্রথম ওভারে ছয় মারেন শাহজাদ। কিন্তু তার পরের কয়েকটি ডট বল হয়। তবে ষষ্ঠ তথা শেষ বলে রান করার চেষ্টা করলে ফিল্ডিংয়ে থাকা শহিদ আফ্রিদি সেই বলে ক্যাচ নিয়ে নেন।

আর তার পরেই দৌড়ে এসে শাহজাদের উইকেট নিয়ে তাঁর পেট জড়িয়ে সোহেল। যা রীতিমতো ট্রেন্ডিং।

বিজ্ঞাপন