ওয়েবডেস্ক: চলতি অস্ট্রেলিয়া সিরিজে ভারতের বোলিং লাইন আপ রীতিমতো চমক দেখিয়েছে। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মা। তাঁদের পেস বোলিংয়ের কাছে আটকে গেছে বিপক্ষ। আর এমন বোলিংয়ের ফলে এবার রেকর্ড বুকে ঢুকে গেলেন তাঁরা।
তৃতীয় টেস্টের চতুর্থ দিন তাঁরা ভেঙে দেলেন এক অবিশ্বাস্য রেকর্ড। টেস্টের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে দেশের বাইরে নিজেদের উইকেট যোগ করে সবচেয়ে বেশি উইকেট নিলেন এই তিন পেসার। মোট ১৩১।
এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের তিন কিংবদন্তি বোলার ম্যালকম মার্শাল, জোল গার্নার এবং মাইকেল হোল্ডিংয়ের। ১৯৮৪-তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাইরে তাঁদের তিনজনের মোট উইকেট সংখ্যা ছিল ১৩০।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মর্নি মর্কেল, ডেল স্টেইন এবং মাখাইয়া এনটিনি। ২০০৮ সালে তাঁদের মোট উইকেট সংখ্যা ছিল ১২৩।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।