cc

ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল। খাতায়-কলমে এই মুহূর্তে ব্যাটিং, বোলিং দু’বিভাগেই ভারত অনেকটা এগিয়ে। এই সিরিজে ভারতের সেরা অস্ত্র কে হতে পারেন, সেই নিয়ে কিন্তু মুখ খুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার ডেমিন ফ্লেমিং।

আরও পড়ুন: শামির জন্য বাংলাকে কড়া নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

fleming
ডেমিন ফ্লেমিং

সিডনি মর্নিং হেরল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ও (বুমরাহ) হচ্ছেন আসল এক্স-ফ্যাক্টর। ৬ টেস্টে ২৮ উইকেট। আমি ওকে আইপিএলে দেখেছি। ওর অ্যাকশনটা অন্যরকম। ওর রান আপটাও অন্য। ওর পেস আছে, বাউন্স আছে এবং ইয়র্কারটাও দুর্দান্ত। যেটা ও নীচের ব্যাটসম্যানদের বিরুদ্ধে কাজে লাগাবে। এই ফ্যাক্টরটাই আগে ওদের ছিল না। আমি এখন দেখেছি ডানহাতি ব্যাটসম্যানদের থেকে দূরেও বল সুইং করাতে পারে। আসলে ও নিজেকে আরও তৈরি করেছে”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here