Homeখেলাধুলোক্রিকেটবুমরার বিধ্বংসী স্পেল, চতুর্থ দিনে বক্সিং ডে টেস্টে ভারতের প্রত্যাবর্তন

বুমরার বিধ্বংসী স্পেল, চতুর্থ দিনে বক্সিং ডে টেস্টে ভারতের প্রত্যাবর্তন

প্রকাশিত

বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে এমসিজিতে ভারতের জন্য আশার আলো জ্বালাল জসপ্রীত বুমরার ঝকঝকে পেস বোলিং। বুমরা তাঁর বিধ্বংসী স্পেলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট তুলে নেন, যা দলের প্রত্যাবর্তনে বড় ভূমিকা রাখে।

দিনের শুরুটা ভারতীয় শিবিরে উচ্ছ্বাস নিয়ে এলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আগের দিনের স্কোর ৩৫৮ রানে ব্যাটিংয়ে নামেন সেঞ্চুরিয়ান নীতীশ কুমার রেড্ডি ও মহম্মদ সিরাজ। কিন্তু নাথান লায়নের দারুণ স্পিনে নীতীশ ১১৪ রানে ফিরে গেলে ভারতের ইনিংস ৩৬৯ রানে গুটিয়ে যায়।

বল হাতে ভারতীয় বোলাররা শক্তি নিয়ে মাঠে নামেন। বুমরার শুরুটা ছিল দুরন্ত। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই উসমান খোয়াজাকে প্যাভিলিয়নে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু লেগ গালিতে দাঁড়ানো ইয়াশস্বী জয়সওয়ালের হাত ফস্কে বেরিয়ে যায় বল। জয়সওয়াল পরে আরও দুই ক্যাচ ফেলেন, যার মধ্যে মার্নাস লাবুশেন ও প্যাট কামিন্সের ক্যাচ ছিল।

তবে সিরাজ প্রথম সাফল্য এনে দেন খোয়াজাকে ২১ রানে বোল্ড করে। বুমরা তার প্রথম শিকার হিসেবে মাত্র ৮ রানে ফিরিয়ে দেন স্যাম কনস্টাসকে, যিনি প্রথম ইনিংসে ভারতের মাথাব্যথার কারণ হয়েছিলেন।

এরপর সিরাজ স্টিভ স্মিথকে ১৩ রানে আউট করলে অস্ট্রেলিয়ার ইনিংসের গতি রুদ্ধ হয়। বুমরা এক ওভারে ট্র্যাভিস হেড (১) এবং মিচেল মার্শকে (০) আউট করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। এই ম্যাচেই বুমরা ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন, যা ভারতের পেসারদের মধ্যে দ্রুততম।

বুমরা এরপর অ্যালেক্স কেরিকে (২) বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংসে শেষের সুর বাজিয়ে দেন। যদিও মার্নাস লাবুশেনের ক্যাচ মিস করায় ভারত সুযোগ হাতছাড়া করে। অস্ট্রেলিয়ার লিড তখন ২০৪।

 দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮। আয়োজকেরা এগিয়ে ৩৩৩ রানে। সোমবার ভারতীয় দলের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করা।

ভারতীয় বোলারদের এই দুর্দান্ত পারফরম্যান্স দলকে ম্যাচে ফিরিয়ে আনলেও ফিল্ডিংয়ের ফাঁকফোকর বড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার, পঞ্চম দিনে ভারতীয় ব্যাটিং লাইনআপ এই লক্ষ্য তাড়া করে টেস্ট জিততে পারে কি না।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

ভারত-ইংল্যান্ড টি২০: ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় অভিষেক-বরুণদের  

ইংল্যান্ড: ১৩২ (জোস বাটলার ৬৮, বরুণ চক্রবর্তী ৩-২৩, অর্শদীপ সিংহ ২-১৭, অক্ষর পটেল ২-২২) ভারত:...

মঙ্গলবারও ইডেনে চলল অনুশীলন, সূর্য বললেন ইডেনের উইকেট বরাবরই হাই স্কোরিং

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই ইডেনের সবুজ মাঠে মুখোমুখি হবে ভারত ও...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে