কলকাতা: বাংলার কৃতী ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায় এবং বাংলা তথা ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার রুনা বসুকে কার্তিক বসু জীবনকৃতী সম্মানে সম্মানিত করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। এছাড়াও বিশেষভাবে সম্মানিত হলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অগ্রগণ্য পেসার মহম্মদ শামি এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার সন্দীপ পাটিল।
সম্মানিত করা হল মহম্মদ শামিকে।
শনিবার কলকাতার ধনধান্য সভাগৃহে সিএবি তাদের ২০২৩-২০২৪ বর্ষের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কুলক্রিকেটে সফল বিদ্যালয়গুলি থেকে শুরু করে সিএবি-র অধীনে থাকা রাজ্যের সমস্ত ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা।
বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন অনুষ্টুপ মজুমদার। সম্মানিত করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ওই অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব-সহ প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সবকিছুর মধ্যেও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা এবং সন্দীপ পাতিলের উপস্থিতি ছিল দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সম্মানিত করা হল প্রণব রায়কে। সম্মানিত করলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে সফল হয়ে যাঁরা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের সম্মানিত করে সিএবি। বাংলা তথা ভারতীয় ক্রিকেটে অনন্য অবদানের জন্য প্রণব রায় ও রুনা বসুকে কার্তিক বসু জীবনকৃতী সম্মানে সম্মানিত করার পাশাপাশি তাঁদের হাতে দুলক্ষ টাকা করে চেকও তুলে দেওয়া হয়। আর মহম্মদ শামি এবং সন্দীপ পাটিলকে সম্মানিত করা হয় ভারতীয় ক্রিকেটে তাঁদের অসাধারণ সাফল্যের জন্য।
ওই অনুষ্ঠানে সম্মানিত করা হয় বাংলার কৃতী আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্য এবং এবারের সিনিয়র উইমেন ইন্টারজোনাল টি টোয়েন্টি ট্রফির বিজয়ী দলের বাংলার সাতজন ক্রিকেটার ও কোচ প্রবাল দত্তকে।
সম্মানিত হলেন রুনা বসু।
বাংলার নির্ভরযোগ্য ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদারকে বর্ষসেরা ক্রিকেটারের সম্মানে সম্মানিত করা হয়। তাঁর হাতে ৫০ হাজার টাকার চেক এবং পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল কাপ তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁরই সতীর্থ ক্রিকেটার অভিষেক পোড়েলকে ‘জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার’ সম্মানে সম্মানিত করা হয়। ‘বেস্ট বলার অফ দ্য ইয়ার’ সম্মানটি পান সুরজ সিন্ধু জয়সওয়াল। সিএবি-র তরফ থেকে এদিন মোট ১৯৬টি সম্মাননা প্রদান করা হয়।
ছবি: সঞ্জয় হাজরা