Homeখেলাধুলোক্রিকেটপ্রণব রায় ও রুনা বসুকে কার্তিক বসু জীবনকৃতী সম্মান, মহম্মদ শামি ও...

প্রণব রায় ও রুনা বসুকে কার্তিক বসু জীবনকৃতী সম্মান, মহম্মদ শামি ও সন্দীপ পাটিলকে বিশেষ সম্মাননা দিল সিএবি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: বাংলার কৃতী ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায় এবং বাংলা তথা ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার রুনা বসুকে কার্তিক বসু জীবনকৃতী সম্মানে সম্মানিত করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। এছাড়াও বিশেষভাবে সম্মানিত হলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অগ্রগণ্য পেসার মহম্মদ শামি এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার সন্দীপ পাটিল।    

CAB shami 15.09

সম্মানিত করা হল মহম্মদ শামিকে।

শনিবার কলকাতার ধনধান্য সভাগৃহে সিএবি তাদের ২০২৩-২০২৪ বর্ষের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কুলক্রিকেটে সফল বিদ্যালয়গুলি থেকে শুরু করে সিএবি-র অধীনে থাকা রাজ্যের সমস্ত ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা।

CAB Anushtup 15.09

বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন অনুষ্টুপ মজুমদার। সম্মানিত করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ওই অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব-সহ প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সবকিছুর মধ্যেও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা এবং সন্দীপ পাতিলের উপস্থিতি ছিল দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

CAB pranab 15.09

সম্মানিত করা হল প্রণব রায়কে। সম্মানিত করলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে সফল হয়ে যাঁরা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের সম্মানিত করে সিএবি। বাংলা তথা ভারতীয় ক্রিকেটে অনন্য অবদানের জন্য প্রণব রায় ও রুনা বসুকে কার্তিক বসু জীবনকৃতী সম্মানে সম্মানিত করার পাশাপাশি তাঁদের হাতে দুলক্ষ টাকা করে চেকও তুলে দেওয়া হয়। আর মহম্মদ শামি এবং সন্দীপ পাটিলকে সম্মানিত করা হয় ভারতীয় ক্রিকেটে তাঁদের অসাধারণ সাফল্যের জন্য।

ওই অনুষ্ঠানে সম্মানিত করা হয় বাংলার কৃতী আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্য এবং এবারের সিনিয়র উইমেন ইন্টারজোনাল টি টোয়েন্টি ট্রফির বিজয়ী দলের বাংলার সাতজন ক্রিকেটার ও কোচ প্রবাল দত্তকে।  

CAB Runa 15.09

সম্মানিত হলেন রুনা বসু।

বাংলার নির্ভরযোগ্য ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদারকে বর্ষসেরা ক্রিকেটারের সম্মানে সম্মানিত করা হয়। তাঁর হাতে ৫০ হাজার টাকার চেক এবং পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল কাপ তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁরই সতীর্থ ক্রিকেটার অভিষেক পোড়েলকে ‘জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার’ সম্মানে সম্মানিত করা হয়। ‘বেস্ট বলার অফ দ্য ইয়ার’ সম্মানটি পান সুরজ সিন্ধু জয়সওয়াল। সিএবি-র তরফ থেকে এদিন মোট ১৯৬টি সম্মাননা প্রদান করা হয়।

ছবি: সঞ্জয় হাজরা

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, জামাইকায় শেষ বারের মতো দেশের জার্সিতে মাঠে নামবেন আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে জানাচ্ছেন বিদায়। জামাইকার সাবাইনা পার্কেই হবে তাঁর শেষ ম্যাচ।

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শেষ দুই উইকেটে অদম্য লড়াই জাদেজা-বুমরাহ-সিরাজের, তবু জয় অধরাই থাকল

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...