Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: সমানে সমানে লড়াইয়ে কানাডার কাছে ১২ রানে হারল...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: সমানে সমানে লড়াইয়ে কানাডার কাছে ১২ রানে হারল আয়ারল্যান্ড

প্রকাশিত

কানাডা: ১৩৭-৭ (নিকোলাস কির্তন ৪৯, শ্রেয়স মোভা ৩৭, ব্যারি ম্যাকার্থি ২-২৪, ক্রেগ ইয়ং ২-৩২)

আয়ারল্যান্ড: ১২৫-৭ (মার্ক অ্যাডেয়ার ৩৪, জর্জ ডকরেল ৩০ নট আউট, জেরেমি গর্ডন ২-১৬, ডিলন হেলিগার ২-২৮)   

খবর অনলাইন ডেস্ক: দু’ দলেরই ছিল গ্রুপ লিগে দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে ভারতের কাছে হেরেছিল আয়ারল্যান্ড। আর কানাডা হেরেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। সুতরাং শুক্রবার যে জিতবে সেটাই হবে এবারের বিশ্বকাপে তাদের প্রথম জয়। সেই কাজটা সারল কানাডা। এ দিন লড়াই হল প্রায় সমানে সমানে। শেষ হাসি হাসল কানাডা। তারা জিতল ১২ রানে।

পরিস্থিতি সামলালেন কির্তন ও মোভা   

শুক্রবার ভারতীয় সময় রাত ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে কানাডাকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ৫৩ রানে ৪ উইকেটে পড়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা সামাল দেন নিকোলাস কির্তন এবং শ্রেয়স মোভা। পঞ্চম উইকেটে দু’ জনে যোগ করেন ৭৫ রান।

নিকোলাস ৩৫ বলে ৪৯ রান করে ব্যারি ম্যাকার্থির বলে ব্যালবির্নিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কানাডার রান দাঁড়ায় ৫ উইকেটে ১২৮। ইনিংসের বাকি ৮ বলে ২ উইকেটের বিনিময়ে ৯ রান যোগ হয় কানাডার। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৭ রান করে ইনিংস শেষ করে কানাডা। শ্রেয়স মোভা ৩৬ বলে ৩৭ রান ক্রেন। আয়ারল্যান্ডের হয়ে উল্লেখযোগ্য বল করেন ব্যারি ম্যাকার্থি (২৪ রানে ২ উইকেটে) এবং ক্রেগ ইয়ং (৩২ রানে ২ উইকেট)।

হার মানল আয়ারল্যান্ড

জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৮ রান তুলতে গিয়ে শুরু থেকেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের কোনো ব্যাটারই কানাডার বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তবে শুরুটা খুব খারাপ করেনি তারা। প্রথম উইকেটে ২৬ রান ওঠার পর আয়ারল্যান্ডের উইকেট পড়া শুরু হয়। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ৫৯ রানের মধ্যে পড়ে যায় ৬টি উইকেট। আয়ারল্যান্ডের জেতার আশা ক্রমোষ ক্ষীণ হতে শুরু করে। সেই মুহূর্তে হাল ধরেন মার্ক অ্যাডেয়ার এবং জর্জ ডকরেল।

সপ্তম উইকেটে ৬২ রান যোগ করেন অ্যাডেয়ার এবং ডকরেল। দলের ১২১ রানের মাথায় আউট হন মার্ক অ্যাডেয়ার। তিনি ২৪ বলে ৩৪ রান করে জেরেমি গর্ডনের বলে তাকেই ক্যাচ দেন। ততক্ষণে ইনিংসের ৪ বল বাকি ছিল। জেতার জন্য দরকার ছিল ১৭ রান। কিন্তু আর মাত্র ৪ রানই যোগ করতে পারে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৫ রানে ইনিংস শেষ করে ১২ রানে কানাডার কাছে হার মানে তারা। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ হন’ নিকোলাস কির্তন।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: লিস্ক-বেরিংটনের জুটি নামিবিয়ার বিরুদ্ধে জয় এনে দিল স্কটল্যান্ডকে   

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ১ম টেস্ট: ১ রানের জন্য শতরানে বঞ্চিত ব্রুক, ৫ উইকেট দখল করলেন বুমরাহ

ভারত: ৪৭১ ও ৯০-২ (লোকেশ রাহুল ৪৭ নট আউট, বেন স্টোক্স ১-১৮) ইংল্যান্ড: ৪৬৫ (ওলি...

ভারত-ইংল্যান্ড ১ম টেস্ট: ঋষভের শতরান সত্ত্বেও বড়ো রানের ইনিংস হল না, সমানে পাল্লা দিচ্ছে স্টোক্সের দল

ভারত: ৪৭১ (শুভমন গিল ১৪৭, ঋষভ পন্থ ১৩৪, যশস্বী জয়সওয়াল ১০১, বেন স্টোক্স ৪-৬৬,...

অভিষেক ইনিংসে বিশ্বনাথ, শ্রীকান্ত, ঋদ্ধিমানদের দলে নাম লেখালেন সাই সুদর্শন, কী ভাবে?

লিড্‌স (ইংল্যান্ড): গুন্ডাপ্পা বিশ্বনাথ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ঋদ্ধিমান সাহাদের তালিকায় নাম লেখালেন ভারতের টেস্ট দলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে