ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া বিরুদ্ধে চলতি এক দিনের সিরিজে এগিয়ে থেকেও, পর পর ম্যাচ হেরে কিছুটা চাপে ভারতীয় দল। চতুর্থ ম্যাচে সাড়ে তিনশোর ওপর রান করলেও, শেষমেশ জয় তুলতে পারেননি বিরাটরা। আর যার ফলে দলের খেলোয়াড়দের নিয়ে কাটাছেঁড়াও কম হয়নি। অনেকে বোলারদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলেন। আবার অনেকে ধোনির অনুপস্থিতিতে অধিনায়ক বিরাট কোহলির স্ট্রাটেজি নিয়েও সরব হন।
তবে এই প্রসঙ্গে মুখ খুলে ভারতীয় দলের পাশে থেকেই নিজের মন্তব্য জানালেন কিংবদন্তি স্পিনার তথা শ্রীলঙ্কার প্রাক্তন বোলার মুথাইয়া মুরালিধরন।
আরও পড়ুন: পরিস্থিতি পড়তে ভুল করেছি বলেই পর পর ম্যাচ হেরেছি : শিখর ধাওয়ান
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “দল নিয়ে আপনাকে ধৈর্য রাখতে হবে। ধারাবাহিক ভাবে ভারতীয় দল ভালো খেলে আসছে। যেহেতু বিশ্বকাপ দোরগোড়ায় তাই নতুন কিছু দেখে নিচ্ছে। সাফল্যের রাস্তায় আপনি অসফলতারও মুখোমুখি হবেন। দলে আপনার ১১টি বিরাট কোহলি কখনোই থাকবে না। সবাই ম্যাচ-উইনার হয় না”।
তিনি আরও বলেন, “আপনি কিছু ম্যাচ জিতবেন, আবার কিছু ম্যাচে হারবেনও। যদি তেমনটা না হতো, তা হলে প্রতিটা দলেই ১১টি কোহলি, তেন্ডুলকর ও ব্রাডম্যান থাকতেন। সেটা কখনোই সম্ভব নয়”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।