cricket-world-cup

ওয়েবডেস্ক: ঘরের মাঠে বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচে দলের জার্সিতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বকাপে তার দিকে তাকিয়ে ইংল্যান্ড জাতীয় দল।

stokes600

তবে চলতি বছর ঘরের মাঠে শুধু বিশ্বকাপ নয়, একইসঙ্গে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজও রয়েছে ইংল্যান্ডের। দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এই প্রসঙ্গে স্টোকস জানান, “আমরা এটা নিয়েই কথা বলছি। আমরা খেলোয়াড় হিসাবে নিজেদের খুব ভাগ্যবান মনে করছি। একইবছর ঘরের মাঠে বিশ্বকাপ এবং অ্যাসেজ খেলবো। এটা নিয়ে খুব উত্তেজিত। কতক্ষণে শুরু হবে সেটাই ভাবছি। আমাদের টার্গেট ছিল এই মুহূর্তে বিশ্বকাপকে সরিয়ে বর্তমান সিরিজটি নিয়ে ভাবা। ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে আছি। হোয়াইটওয়াশ করতে চাই। তারপর বিশ্বকাপ নিয়ে ভাববো”।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here