আইপিএলের সেরা ক্যাচ? বাউন্ডারি লাইনে কলিন-কাণ্ডকে তেমনই ভাবছেন দর্শকেরা

ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে ক্যাচটি নিয়ে নেওয়ার অবস্থায় পৌঁছে যান কলিন ইনগ্রাম। কিন্তু ক্যাচটি নেওয়ার সময় তিনি বোঝেন শরীরের ভারসাম্য হারিয়ে বাউন্ডারির ওপারে চলে যাবেন।

0

ওয়েবডেস্ক: ইশান্ত শর্মা, সন্দীপ লামিচানে, অমিত মিশ্র- দিল্লি ক্যাপিটালসের তিন বোলারকেই তখন দেদার মারছেন ক্রিস গেইল। ২৫ বলে পঞ্চাশ করেছেন। ৫টি ছয়, ৬টি চার মেরেছেন। ৩৬ বলে ৬৯ হয়ে গেছে। থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মনে হচ্ছএ, কোনো মিরাক্যাল ছাড়া সেটা সম্ভব নয়।

আরও পড়ুন:সহজ ম্যাচ কঠিন করে জিতে লিগ টেবিলের তিন নম্বরে দাদার দল

তেমনটাই হল। লামিচানের তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান গেইল। দ্বিতীয় বলটি কিছুটা শর্ট ফেলেন সন্দীপ। ম্যাচে সেই প্রথম বার মিসটাইম করেন ক্যারিবিয়ান। ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে ক্যাচটি নিয়ে নেওয়ার অবস্থায় পৌঁছে যান কলিন ইনগ্রাম। কিন্তু ক্যাচটি নেওয়ার সময় তিনি বোঝেন শরীরের ভারসাম্য হারিয়ে বাউন্ডারির ওপারে চলে যাবেন।

সেটা বুঝেই ক্যাচ ধরেই ভারসাম্য রেখে বল ছুঁড়ে দেন ক্যাচ ধরতে আসা অক্ষর প্যাটেলের দিকে। অক্ষরের কাছে সেটা ছিল লোপ্পা ক্যাচ। দুজনের এই যোথ ক্যাচটিই এবারের টুর্নামেন্টের সেরা ক্যাচ হতে চলেছে বলে মনে করছেন দর্শকেরা।

Absouletely breathtaking! Hopping Colin Ingram finds teammate Axar Patel on the boundary to complete a smart relay catch. #DCvKXIP #IPL2019 pic.twitter.com/EkkmImdrx1— Deepak Raj Verma (@DeVeDeTr) April 20, 2019

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন