chamara silva

ওয়েবডেস্ক: টি২০ ক্রিকেট শুরু হওয়ার পর থেকে নতুন নতুন শট আমদানি হয়েছে ক্রিকেটে। দিলশানের ‘দিলস্কুপ’ হোক বা কেভিন পিটারসেনের ‘সুইচহিট’, জনপ্রিয় হয়েছে সেই সব শট। পাশাপাশি ব্যাটসম্যানকে দ্রুত কয়েকটি রানও সংগ্রহ করতে সাহায্য করেছে এই সব শট।

টি২০ ক্রিকেটে নতুন শট আমদানি করতে চেয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান চামারা সিলভা। কিন্তু সেই শট আমদানি করতে গিয়ে আদতে যেটা হল সেরকম হাস্যকর ঘটনা ক্রিকেটে আগে কখনও হয়েছে কি না সন্দেহ! এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে।

কি করেছিলেন সিলভা?

কলম্বোর পি সারা ওভালে স্থানীয় দুটি ক্লাবের মধ্যে ম্যাচে ব্যাট করছিলেন সিলভা। ভিডিওতে দেখা যাচ্ছে, বোলার যেই বল ছাড়তে যাবেন, ওমনি সিলভা উইকেটের পেছনে যেতে শুরু করলেন। কিন্তু বলটাকে সপাটে মারতে যাওয়ার আগে তাঁর উইকেটটাই উড়িয়ে দেয় বলটা। অর্থাৎ উইকেটের পেছনে দাঁড়িয়েও যে ক্রিকেটীয় শট মারা যায়, সেটাই দেখাতে চেয়েছিলেন সিলভা।

দেখে নিন এই ভিডিওটি

শ্রীলঙ্কার হয়ে এগারোটি টেস্ট, ৭৫ একদিনের ম্যাচ এবং ১৬টি টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সিলভার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here