খবরঅনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার ক্রিস কেয়ার্ন্স হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ায় ক্যানবেরায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ক্রিস রয়েছেন বলে জানা গিয়েছে।
কয়েক দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৫১ বছর বয়সি এই প্রাক্তন অলরাউন্ডার। সেই থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। কিন্তু আচমকাই সমস্যা হঠাৎ বেড়ে যায়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বেশ কিছু অস্ত্রোপচারও করা হয়েছে তাঁর। তবে অস্ত্রোপচারের পরেও শারীরিক কোনো উন্নতি তাঁর মধ্যে দেখা যায়নি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রিসের ব্যক্তিগত বিষয়কে সম্মান জানানো হচ্ছে। সে কারণেই তাঁর শারীরিক অবস্থার ব্যাপারে বিশেষ করে কিছু খোলসা করা হচ্ছে না।
নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট এবং ২১৫টি একদিনের ম্যাচ খেলেছেন ক্রিস। দুটি টি২০ ম্যাচও খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে কিউই অলরাউন্ডারের সংগ্রহ ৮২৭৩ রান এবং ৪২০টি উইকেট। টেস্টে পাঁচটি এবং একদিনের ক্রিকেটে চারটি শতরান রয়েছে তাঁর।
আরও পড়তে পারেন
আরও লজ্জায় অস্ট্রেলিয়া, মাত্র ৬২ রানেই অল আউট বাংলাদেশের বিরুদ্ধে