moores-degea

ওয়েবডেস্ক: ক্রিকেট মাঠে কামাল দেখালেন ‘ডেভিড দে গিয়া’। ঘাবড়াবেন না। আমরা সবাই জানি তিনি কে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের প্রধান গোলকিপার তিনি। তাই বলে ফুটবল ছেড়ে ক্রিকেটে! অবাক হচ্ছেন নিশ্চয়ই, হওয়াটাই স্বাভাবিক। এই মুহূর্তে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল মরশুম শেষ দিকে হলেও, ক্রিকেটের কাউন্টি লিগ কিন্তু সবে গোড়ার দিকে।

সেই কাউন্টি মাচেই অবাক কাণ্ড করলেন নটিংহ্যামশায়ারের তরুণ উইকেটরক্ষক টম মুরস। টম প্রাক্তন ইংল্যান্ড কোচ পিটার মুরের ছেলে। ইয়র্কশায়ার বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে নিলেন দুটি অনবদ্য ক্যাচ। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমন ক্যাচের সঙ্গে দে গিয়ায় অনবদ্য গোলকিপিংয়ের তুলনা শুরু হয়ে যায়। যা দেখে চুপ করে থাকেননি খোদ দে গিয়া নিজেই। টুইট করে মুরসকে ইমোজি শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তবে পাল্টা টুইট করে একটু মজার ছলে মুর জিজ্ঞেস করেন,”আমাকে একটু ট্রেনিং দিও ডেভিড”। অবিশ্বাস্য ক্যাচের পরেও তাঁর দল এই ম্যাচে হারেরই সম্মুখীন হয়।

 

 

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here