কলকাতা: প্রাক্তন ও বর্তমান প্রজন্মের কিংবদন্তি ক্রিকেটারকে সংবর্ধনা জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। সোমবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্স-এ আয়োজিত এক অনুষ্ঠানে এঁদের সংবর্ধিত করা হয়।
এ দিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে যাঁদের সংবর্ধিত করা হল তাঁরা হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন দুই অধিনায়ক ঝুলন গোস্বামী ও মিতালী রাজ, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। এ ছাড়াও অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট দল, অনূর্ধ্ব ১৯ পুরুষ ক্রিকেট দলকেও সংবর্ধনা জানানো হয়।

সম্মানিত অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সম্মাননা প্রাপকদের হাতে স্মারক তুলে দেন।
অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলের অভূতপূর্ব সাফল্যের পর তাদের রেড কার্পেটে আতশবাজির মাধ্যমে মঞ্চে বরণ করে নেওয়া হয়। প্রাক্তন ও বর্তমান প্রজন্মের খেলোয়াড় এবং গুণী মানুষদের উপস্থিতি ছিল এদিন চোখে পড়ার মতো।
ছবি: সঞ্জয় হাজরা