Calcutta-Round-Table-4

কলকাতা : খেলা শুধু খেলা নয়। সমাজের জন্য খেলা। দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াতে খেলা। এমনই এক কর্পোরেট ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল কলকাতা রাউন্ড টেবিল ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় শাখা। কলকাতার সিলভার স্প্রিং ক্লাবের ইন্ডোর গ্রাউন্ডে ৫ ও ৬ জানুয়ারি হয়ে গেল এই ক্রিকেট ম্যাচের প্রথম অংশ। পরবর্তী ম্যাচ হবে ১২ আনুয়ারি। ক্রিকেট ম্যাচে অংশ নিল সফটওয়্যার সংস্থা ই-ডোমিনার।

Calcutta-Round-Table-4-cicket-match
সিলভার স্প্রিং ক্লাবের ইন্ডোরে চলছে ম্যাচ

এই ক্রিকেট ম্যাচের মাধ্যমে যে টাকা উঠবে তা ব্যয় করা হবে বিভিন্ন সামাজিক কাজে। দুঃস্থ শিশুদের বই খাতা প্রদান, স্কুল নির্মাণ, কমপিউটার বিতরণ ইত্যাদি নানা কাজে ব্যবহার করা হবে এই অর্থ।

Vineet Bansal
বিনাত বনশাল, সিইও ই-ডোমিনার

ই-ডোমিনারের সিইও বিনীত বনশাল জানালেন, ‘‘সামাজিক উদ্দেশ্য সঙ্গে কর্পোরেট কর্মীদের ফিটনেস-এই দু’য়ের মিলন ঘটাবে এই ক্রিকেট ম্যাচ।’’
ব্যবসায়ে অটোমেশন আনতে ১৯৯৫ সাল থেকে নানা অ্যাপ্লিকেশন তৈরি করছে সফটওয়্যার সংস্থা ই-ডোমিনার। এর পাশাপাশি নানা কর্পোরেট সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকে সংস্থাটি।

[ আরও পড়ুন : ধোনি নিজের খেলা খেললেও বিশ্বকাপে ‘ম্যাচ উইনার’ হিসাবে অন্য একজনকে দেখছেন সৌরভ‍!]

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here