১২৮ বছর পর ফের অলিম্পিকের আঙিনায় দেখা যাবে ক্রিকেট। ১২৮ বছর পর লস এঞ্জেলসের অলিম্পিকে প্রথম বার খেলা হবে ক্রিকেট। পুরুষ ও মহিলা দলের ৬টা করে টিম অলিম্পিকে খেলবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অলিম্পিকের ইতিহাসে ১২৮ বছর পর লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছে। টি ২০ ফরম্যাটে খেলা হবে। পুরুষদের ৬টি দল ও মহিলাদের ৬টা দল টুর্নামেন্টে খেলবে। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট খেলা হবে।
পুরুষ ও মহিলাদের ৬টি টিমে মোট খেলোয়াড়ের সংখ্যা হবে ৯০। অলিম্পিকে ক্রিকেটে যোগদানের শর্ত ঘোষণা হয়নি। তবে আয়োজক দেশ হিসাবে আমেরিকা সরাসরি অংশ নিতে পারবে।
লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ছাড়াও ফ্ল্যাগ ফুটবল, বেসবল, বেসবল/সফটবল ও ল্যাক্রোজের মতো নতুন খেলা অন্তর্ভুক্ত হয়েছে। প্যারিস অলিম্পিকের চেয়ে ২২টি মেডেল ইভেন্ট বেশি থাকবে লস এঞ্জেলস অলিম্পিকে। মোট ৩৫১টি মেডেল ইভেন্ট থাকবে।
২০২২ বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত হয়। ২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়। পুরুষদের ১৪টি ও মহিলাদের ৯টি দল অংশ নেয়।