pollardfinal

ওয়েবডেস্ক: যত সময় যাচ্ছে মানুষের মধ্যে টি২০ ক্রিকেট ঘিরে আগ্রহ উন্মাদনা বেড়েই চলেছে। যার কারণ অল্প সময়ের মধ্যে বিনোদন চেটেপুটে উপভোগ করা। সেই ধারাকে মাথায় রেখে ভারতে শুরু হয় আইপিএল। পিছিয়ে থাকেনি ওয়েস্ট ইন্ডিজও। সেখানেও শুরু হয় সিপিএল। অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। এই মুহূর্তে চলছে সিপিএল। আর সেখানেই অবাক করা কাণ্ড করলেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো।

darrenbravo600
ড্যারেন ব্রাভো

গত বারের চাম্পিয়ন ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিনি মাঠে নেমেছিলেন সেন্ট লুসিয়া স্টার্সের বিরুদ্ধে। আর সেখানেই তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী থাকল উপস্থিত দর্শকেরা। ৩৬ বলে ৯৪ করলেন তিনি। কিন্তু তার থেকেও বড়ো ব্যাপার। এক ওভারে মারলেন পাঁচটি ছয়। তা-ও আবার বোলিংয়ে থাকা জাতীয় দলের তারকা খেলোয়াড় কিরন পোলার্ডের বিরুদ্ধে। প্রথম ব্যাট করে ২১২ রান তোলে সেন্ট লুসিয়া। তবে এক বল বাকি থাকতেই নিজেরদের লক্ষ্যে পৌঁছে যায় ট্রিনবাগো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন