ওয়েবডেস্ক: ‘সব্যসাচী’ হয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। বুঝতে একটু অসুবিধা হচ্ছে? তা হলে খোলসা করেই বলা যাক।
ক্রিকেটে রিভার্স সুইপ, সুইচ হিট তো কতই দেখা গিয়েছে, কিন্তু কখনও কি কোনো বাঁ-হাতি ব্যাটসম্যানকে ডান-হাতি হয়ে যেতে দেখেছেন? এমনটাই করলেন অস্ট্রেলিয়ার নির্বাসিত ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। বিশ্বাস না হলে নীচের ভিডিওটা দেখে নিতে পারেন।
এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য সে দেশে রয়েছেন ওয়ার্নার। বুধবার সিলেটে ম্যাচ ছিল সিলেট সিক্সার্স এবং রংপুর রাইডার্সের মধ্যে। সিলেটের হয়ে ব্যাট করা ওয়ার্নার তখন রংপুরের ক্রিস গেলের মুখোমুখি হয়েছিলেন। প্রথম তিন বল বাঁ-হাতি অবস্থাতেই ব্যাট করে খুব একটা কিছু করতে পারেননি তিনি। তার পরেই ঘটে গেল সেই অঘটন।
আরও পড়ুন সমালোচকদের উদ্দেশে তীক্ষ্ণ তির ঋষভ পন্থের
এ বার নিজের স্টান্স বদলে ডান-হাতি হয়ে গেলেন ওয়ার্নার। এর পরের বলটিকেই মাঠের বাইরে পাঠিয়ে অর্ধশতরান করেন তিনি। তার পরের দু’টি বলে চার মারেন তিনি। মোট ৩ বলে ১৪ রান তোলেন ডান-হাতি ওয়ার্নার।
— Mushfiqur Fan (@NaaginDance) January 16, 2019