ওয়েবডেস্ক: স্টিভ স্মিথের পর এ বার প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন সহ-আধিনায়ক ডেভিড ওয়ার্নারও। কিন্তু স্মিথের মতো স্মরণীয় প্রত্যাবর্তন হল না। কানাডায় গ্লোবার টি২০ লিগের ম্যাচে মাত্র ১ করেই ফিরে যেতে হয় তাঁকে।
শুক্রবার ভারতীয় সময়ে গভীর রাতে উইনিপেগের হয়ে মন্ট্রিলের বিরুদ্ধে নেমেছিলেন ওয়ার্নার। কিন্তু তাঁর ইনিংস দু’বলের বেশি স্থায়ী হয়নি। প্রথম বলে একটা রান করতে পারলেও, দ্বিতীয় বলেই লাসিথ মালিঙ্গার ইয়র্কারে বোল্ড হয়ে যান তিনি। তবে ওয়ার্নার ব্যর্থ হলেও তাঁর দলই ম্যাচটি জিতেছে।
বল বিকৃতি কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গত মার্চে এক বছরের জন্য স্মিথ এবং ওয়ার্নারকে নির্বাসনে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই মধ্যে বিদেশের কিছু লিগ খেলে ক্রিকেটে ফিরতে চাইছেন দু’জনে।