তিন দিনের মধ্যেই রেলওয়েকে এক ইনিংস ও ১৯ রানে হারিয়ে রঞ্জি ট্রফিতে স্মরণীয় এক জয় পেল দিল্লি। রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়া এই ম্যাচ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল, কারণ বিরাট কোহলি ১২ বছর পর রঞ্জি ট্রফি খেললেন। যদিও তিনি প্রথম ইনিংসে মাত্র ১৫ বলে ৬ রান করেই আউট হন, তবুও তাঁর উপস্থিতি দিল্লি দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে।
তৃতীয় দিনে দিল্লির বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখান। মাত্র ৩০.৫ ওভারের মধ্যে রেলওয়ের পুরো দলকে অলআউট করে দেন তাঁরা। শিবম শর্মা ১১ ওভারে ৩৩ রান দিয়ে ৫টি উইকেট নিয়ে দিল্লির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রেলওয়ের মাত্র দু’জন ব্যাটসম্যান ২০ রানের গণ্ডি পার করতে পারেন—মহম্মদ সইফ ৩১ ও অয়ন চৌধুরী অপরাজিত ৩০ রান করেন।
প্রথম ইনিংসে রেলওয়েকে ৬৬/৫ করেও বড় রানের হাত থেকে আটকাতে পারেনি দিল্লি। তবে দ্বিতীয় ইনিংসে কোনও সুযোগ না দিয়ে ফাস্ট বোলাররা চাপ সৃষ্টি করেন এবং পরে শিবম শর্মার স্পিনে বিপক্ষ দল গুঁড়িয়ে যায়। ম্যাচের শেষ উইকেটটি নেন অধিনায়ক আয়ুষ বাদোনি, ফলে দিল্লির ব্যাটিংয়ের দ্বিতীয় সুযোগ আর আসে না এবং কোহলিকে আর ব্যাট করতেও দেখা যায়নি।
ম্যাচের শুরু থেকেই কোহলির উপর নজর ছিল সবার। তবে প্রথম ইনিংসে দিল্লির নায়ক হয়ে ওঠেন আয়ুষ বাদোনি, যিনি ৯৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। পাশাপাশি, সুমিত মাথুর অলরাউন্ড পারফরম্যান্স করেন—ব্যাট হাতে ৮৬ রান করেন এবং বল হাতে তিনটি উইকেট নেন। দিল্লির এই জয়ে মরশুমের শেষটা দারুণভাবে রাঙিয়ে তুলল দলটি।