ms dhoni, hardik pandya

জোহানেসবার্গ: হোক না নিয়মরক্ষার ম্যাচ, বিদেশের মাঠে টেস্ট জয়ে সব সময়ের আনন্দের। সেই জয় যখন বিশ্বের অন্যতম আতঙ্কের পিচে আসে সেটা যে আরও গর্বের তা বলাই বাহুল্য। এক সঙ্গে সেই জয় উদযাপন করলেন ধোনি এবং কোহলি।

ইতিমধ্যেই একদিনের সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি-সহ একদিনের দলের ক্রিকেটাররা। শনিবার দক্ষিণ আফ্রিকাকে ৬৩ রানে হারানোর পরেই জোহানেসবার্গের স্যান্ডটন হোটেলে পার্টিতে মেতে ওঠেন সবাই।

পার্টির সেই ছবি টুইটারে পোস্ট করেন হার্দিক পাণ্ড্য। সেই সঙ্গে তিনি লেখেন, “দারুণ একটা রাত কাটালাম।”

অন্যদিকে শিখর ধাওয়ানও একটি টুইট করে জানান, “তৃতীয় টেস্টে অসাধারণ জয় পেয়েছে ভারত। অনেক কিছু শিখলাম এই সিরিজ থেকে। ভবিষ্যতে নিজেকে আরও উন্নত করতে সাহায্য করবে এই সিরিজ।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here