dhoni

ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনি, খেলতে নামলেই কিছু না কিছু রেকর্ড করবেনই। এক দিন বিরাট রেকর্ড করেন তো অন্য দিন ধোনি। রবিবার যেমন, ধোনি একটি রেকর্ড করে ফেললেন।

আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচ মিলিয়ে টি-২০ ক্রিকেটে সর্বাধিক ক্যাচের মালিক এখন ধোনি। রবিবার দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিজা হেন্ড্রিক্সকে আউট করার পথে এই রেকর্ড করেন তিনি। রবিবার ছিল ধোনির ২৭৫তম টি-২০ ম্যাচ। ম্যাচে নিজের কেরিয়ারের ১৩৪তম ক্যাচটি ধরেন ধোনি। সেই সঙ্গে ভেঙে ফেলেন কুমার সঙ্গাকারার রেকর্ড।

এত দিন পর্যন্ত টি-২০তে সর্বাধিক ক্যাচের মালিক ছিলেন সঙ্গা। ২৫৪ ম্যাচে তাঁর ক্যাচের সংখ্যা ১৩৩। ক্যাচ নেওয়ার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। ২২৭ ম্যাচে কার্তিক নিয়েছেন ১২৩টি ক্যাচ।

এমনিতে শুধুমাত্র আন্তর্জাতিক টি-২০ ধরলে সর্বাধিক শিকারের মালিক ধোনিই। ৮৭ ম্যাচে ৭৭টা শিকার রয়েছে তাঁর, যার মধ্যে ৪৮টি ক্যাচের মাধ্যমে এবং ২৯টি স্টাম্পিং-এর মাধ্যমে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে আর দুটো ক্যাচ ধরলেই, ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ক্যাচের মালিক হয়ে যাবেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here