msd

ওয়েবডেস্ক: আগামী বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। টেস্ট ক্রিকেট অনেকদিন আগেই ছেড়েছেন। যার কারণ লিমিটেড ওভারের ক্রিকেটে নিজেকে ফিট রেখে আগামী বিশ্বকাপে দেশের জার্সিতে মনোনিবেশ করা।

আরও পড়ুন: ‘ভারত ছেড়ে বিদেশে যান’ মন্তব্যে বিরাটকে পরামর্শ প্রশাসনিক কমিটির

এই নিয়ে রীতি স্পোর্টস, যে সংস্থা ধোনিকে ম্যানেজ করে, তার  সিএমডি তথা তাঁর বন্ধু অরুণ পাণ্ডে সম্প্রতি গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এটা ধোনির অনেকদিনের স্বপ্ন। যখন থেকে ও অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়। আগামী বিশ্বকাপে খেলোয়াড়দের সঙ্গে থেকে মেন্টর হিসাবে কাজ করবে ও। ওর আইডিয়াই ছিল কোহলিকে দায়িত্ব ছেড়ে দেওয়া। যাতে বিরাট এই পজিশনে নিজেকে আরও সময় দিয়ে তৈরি করতে পারে। ওর (ধোনির) চিন্তায় এখনও এটাই রয়েছে”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here