dhoni-1

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের মাটিতে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১-৪ ব্যবধানে দুরমুশ হয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ শুরু হওয়ার পর থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের ক্রমাগত ব্যর্থতা দলকে অনেকটা পিছিয়ে দেয়। একমাত্র অধিনায়ক বিরাট কোহলি নিজের সাধ্যমতো চেষ্টা করে গিয়েছেন। কিছুটা রাহানে, ঋষভ পন্থ ও পুজারা। যার ফলে সিরিজ চলাকালীন ভারতের এমন ব্যাটিং প্রদর্শনের জন্য সমালোচনা করতে ছাড়েননি কিংবদন্তি সুনীল গাওস্কর।

আরও পড়ুন: বাইসাইকেল কিকে দুরন্ত গোল করে দুনিয়ার নজরে রেয়ালের তরুণতম ব্রাজিলীয় প্রতিভা, ভিডিও

এ বার ভারতীয় দলের এমন ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “সিরিজের আগে ভারতীয় দল অনেক অনুশীলন ম্যাচ মিস করেছে। যার ফলে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে অসুবিধা হয়েছে। এটা খেলার অঙ্গ। আমাদের এটা ভুলে গেলে চলবে না, ভারত এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে।”

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন