ওয়েবডেস্ক: রেকর্ড মহেন্দ্র সিং ধোনির পিছু ছাড়ছে না। আজকাল তিনি মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড হয়। কখনও ব্যাট হাতে তো কখনও উইকেটের পেছনে। রবিবারটাও তাঁর ব্যতিক্রম হল না। এদিন ইংল্যান্ডকে হারিয়ে টি টুয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। আর জন্মদিনের পর মাঠে নেমে জোড়া বিশ্বরেকর্ড করলেন ধোনি।
এর আগে দু’বার ধোনি টি ২০ ম্যাচে চারটি করে ক্যাচ ধরেছিলেন। এদিন ধরলেন পাঁচটি ক্যাচ। যা একটি বিশ্বরেকর্ড। এর আগে কোনো উইকেটরক্ষক একটি টি২০ ম্যাচে পাঁচটি ক্যাচ ধরেননি।
আর এই বিশ্বরেকর্ডটি করার পতেই আরও একটি বিশ্বরেকর্ড হয়ে গেল মাহির। এদিনের পর টি২০-তে তাঁর ক্যাচের সংখ্যা হয়ে গেল ৫৪। এই প্রথম কোনো উইকেটরক্ষক আন্তর্জাতিক টি ২০-তে ৫০টি ক্যাচ ধরলেন।
৩৭ বছর বয়সি ধোনির আরও কী কী রেকর্ড করা বাকি আছে, তা বোধগয় তিনি নিজেও জানেন না।