dhoni-1

ওয়েবডেস্ক: ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সুনীল গাওস্কর। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে ভারতের হতাশার ছবি দেখে মুখ খুলেছিলেন। ফের একবার কিন্তু মুখ খুললেন সেই গাওস্কর। এ বার প্রাক্তন অধিনায়ক মহেদ্র সিং ধোনিকে নিয়ে। গাওস্কারের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য ধোনির আরও ঘরোয়া টুর্নামেন্ট খেলা উচিত।

gavaskar-600
সুনীল গাওস্কর

আরও পড়ুন: পাঁচ তারকা ফুটবলার, যাঁরা মোরিনহোর কোচিংয়ে দলে নিয়মিত হতে পারেননি

গাওস্কর জানান, “একদমই, ধোনির ঘরোয়া টুর্নামেন্ট বেশি করে খেলা উচিত। ৫০ ওভারের ম্যাচে তোমার কাছে সীমিত ক্ষমতা থাকে। কিন্তু যদি তুমি চার দিনের ম্যাচ এবং লম্বা ইনিংস খেলো, তা হলে তা তোমার মনোবল বাড়ানোর জন্য খুব ভাল। শুধু তাই নয়, এতে তোমার পা, ছন্দ যা তুমি চাও সেটা ফিরে পাবে। যা সীমিত ওভারের জন্য দরকার। একই সঙ্গে তরুণ খেলোয়াড়রাও ওর থেকে অনেক কিছু শিখতে পারবে”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন