ms

ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের ফিরেই নিজের কামাল দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পরপর তিন ম্যাচে অর্ধশতক। একই সঙ্গে সিরিজ সেরা। ফের পুরোনো ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে। শেষ ম্যাচে দুর্দান্ত ৮১ রানে অপরাজিত থেকে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়।

আরও পড়ুন: রান তাড়া করে জেতার ইতিহাসে ধোনি গড়েছেন আরেক ইতিহাস

তবে তৃতীয় তথা শেষ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করার সঙ্গে কিছুটা উইনিং লাকও ছিল মাহির সঙ্গে। প্রথমত ধোনির ক্যাচ ফেলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। টার্গেটকে তাড়া করে রান রেটে কিছুটা পিছিয়ে তারা। ফলে কিছুটা আক্রমণ শুরু করে ভারত।

আরও পড়ুন: ড্রেসিংরুমে ঢোকার মুখে রজার ফেডেরারকে আটকালেন সিকিউরিটি

ম্যাচের ২৯ ওভারে বল করছিলেন সিডল। তাঁর পঞ্চম বলে তাঁকে সামনের পায়ে ভর দিয়ে মারার চেষ্টা করেন মাহি। তবে ব্যাটের সঙ্গে বলের ঠিকমতো সংযোগ না হয়ে সেই বলে ক্যাচ ধরেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি।

কিন্তু অজি উইকেটকিপারের থেকে কোনো অ্যাপিল ছিল না। সিডল এবং ম্যাক্সওয়েল কিছুটা দোটানায় ছিলেন। তবে পরবর্তী ওভারে হট স্পট এবং স্নিকোতে দেখা যায় ধোনির ব্যাটের একদম নীচের অংশে বল হালকা করে ঘসে বেরিয়ে যায়।

ফলে সুযোগের সদ্ব্যবহার ভালো মতনই করেন মাহি।

 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here