dhoni-bat

ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। নিজেদের খেতাব কিন্তু ধরে রাখতে মরিয়া ভারত। মঙ্গলবার প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি তারা। অবশ্য এই টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে একই সঙ্গে নজর থাকবে আরও এক জনের ওপর। হ্যাঁ, ঠিকই ধরেছেন তিনি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুন: অল্প দিনেই এই ফুটবলারের ফ্যান হয়ে যান লিও মেসি

বিশ্বকাপকে টার্গেট করে এই টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। একই সঙ্গে এশিয়া কাপ টুর্নামেন্টে ধোনির রেকর্ডও দেখার মতো।

টুর্নামেন্টে ৫০০-র বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে, ধোনির গড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি। ৯৫.১৬। নিজের শেষ সাতটা ইনিংসে এখনও পর্যন্ত অপরাজিত তিনি। রান ১১৩ এবং স্ট্রাইকরেট ২১৩.২১।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন