vk

ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ হওয়া টি২০ সিরিজে দলে না থাকলেও খবরের শিরোনামে কিন্তু ছিলেনই ভারত অধিনায়ক বিরাট কোহলি। যার কারণ জন্মদিনে নিজের অফিশিয়াল অ্যাপ লঞ্চ করেন তিনি। এবং এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এক সমর্থককে দেশ ছাড়ার কথাও বলেন। তাঁর এমন কথা অনেকেই মেনে নিতে পারেননি।

তবে সেখানে আরও অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। যার মধ্যে অন্যতম প্রখ্যাত কমেডিয়ান অতুল খাত্রির একটি পোস্ট। তিনি এবং অনুষ্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিয়ের আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খাত্রি জানান, “বিরুষ্কা তাদের আধার কার্ড এবং কেওয়াইসি ফর্ম মোদীজিকে সরাসরি দিয়ে দিল।”

viruska

সেই পোস্টের উত্তরে বিরাট বলেন, “আমি নিশ্চিত তোমাদের কাছে অনেক অবসর সময় আছে। ফলপ্রসূও হয় এমন কিছু খুঁজে বার করো। একটা ছবি চলে আসে এবং তোমরা তা নিয়ে দশটা ভিন্ন চিত্র ভাবতে বসে যাও। আমরা শুধু আমাদের বিয়ের আমন্ত্রণ করতে গিয়েছিলাম। তবে সুন্দর কল্পনা ভাই।”

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here