Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

প্রকাশিত

বাংলা ও ভারতীয় ক্রিকেটের গর্ব রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে বিশেষ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের পর বাংলার দুই প্রতিনিধি হিসেবে তাঁদের অবদানকে সম্মান জানাতে চায় লাল-হলুদ শিবির।

মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ইস্টবেঙ্গল ক্লাব ভারতের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের দুই গর্বিত সদস্যা রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে তাঁদের অসাধারণ পারফরম্যান্স ও দেশকে গর্বিত করার জন্য।”

ক্লাবের সভাপতি এম.এল. লোহিয়া দুই ক্রিকেটারকেই আনুষ্ঠানিক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও দেশ-বিদেশের কোটি কোটি সমর্থকের পক্ষ থেকে তাঁদের ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হচ্ছে। খুব শীঘ্রই তাঁদের সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হবে।”

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে। ছোটবেলা থেকেই বাংলার হয়ে ক্রিকেট খেলেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ও দ্রুত উইকেটকিপিংয়ের পারফরম্যান্স ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছে।

অন্যদিকে, অলরাউন্ডার দীপ্তি শর্মা, যিনি মূলত উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা হলেও, বহু বছর ধরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। ফলে কলকাতা ময়দানের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর বল ও ব্যাট—দু’দিকেই পারফরম্যান্স ভারতের জয়কে সুদৃঢ় করেছে।

ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, “বাংলা তথা ভারতের সম্মান বৃদ্ধিতে এই দুই ক্রিকেটারের ভূমিকা অবিস্মরণীয়। তাঁদের সাফল্য বাংলার মেয়েদের ক্রিকেটে নতুন প্রেরণা জোগাবে।”

ক্লাবের তরফে রিচা ও দীপ্তির সংবর্ধনা হবে লাল-হলুদ ঐতিহ্যের প্রতীকী অনুষ্ঠানে, যেখানে উপস্থিত থাকবেন ক্লাবের প্রাক্তন ক্রীড়াবিদ, কর্মকর্তারা এবং বিশিষ্ট ব্যক্তিত্বেরা।

আরও পড়ুন: বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...