Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: জর্ডানের হ্যাটট্রিক, বাটলারের ব্যাটিং-ঝড়, মার্কিন যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সেমিফাইনালে...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: জর্ডানের হ্যাটট্রিক, বাটলারের ব্যাটিং-ঝড়, মার্কিন যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড  

প্রকাশিত

মার্কিন যুক্তরাষ্ট্র: ১১৫ (নীতীশ কুমার ৩০, কোরে অ্যান্ডারসন ২৯, খ্রিস জর্ডান ৪-১০, আদিল রশিদ ২-১৩)

ইংল্যান্ড: ১১৭-০ (জোস বাটলার ৮৩ নট আউট, ফিল সল্ট ২৫ নট আউট)

খবর অনলাইন ডেস্ক: অঙ্কের হিসাবটা বোধহয় মাথায় রেখেছিল ইংল্যান্ড। এবারের টি২০ বিশ্বকাপে গ্রুপ ‘২’-এ প্রতিযোগী দলগুলির অবস্থান এমন যে সেমিফাইনালে যেতে হল নেট রানরেট একটা বড়ো ফ্যাক্টর হিসাবে কাজ করবে। সেটা মাথায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ড জয়ে পৌঁছে গেল নিজেদের উইকেট অক্ষত রেখে। ১০ উইকেটে হারাল মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই জয়ের পথে দু’জনের অবদান ভোলার নয়। একজন, ইংল্যান্ডের খ্রিস জর্ডান যিনি হ্যাটট্রিক-সহ ৪ উইকেট নিলেন। আর দ্বিতীয় জন ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার, যিনি ২১৮.৪২ স্ট্রাইক রেটে নট আউট থেকে ৩৮ বলে ৮৩ রান করলেন। ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেওয়ার জন্য আদিল রশিদ (১৩ রানে ২ উইকেট) পেলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।

নেট রানরেটের হিসাবে ইংল্যান্ড সেমিতে  

আপাতত ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ড। কিন্তু তাদের রানরেট ১.৯৯২। আপাতত সাউথ আফ্রিকা ২টি ম্যাচ থেকে ৪ পয়েণ্ট সংগ্রহ করেছে। তাঁদের রানরেট ০.৬২৫। আর ওয়েস্ট ইন্ডিজ ২টি ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের রানরেট ১.৮১৪। খেলা বাকি সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ। ওই খেলায় যদি সাউথ আফ্রিকা জেতে, তা হলে তারা চলে যাবে সেমিফাইনালে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে, তা হলে পয়েন্টের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা এক জায়গায় থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। সুতরাং সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ যে-ই সেমিফাইনালে যাক না কেন, রবিবারের জয়ের পর ইংল্যান্ড সেমিফাইনালে চলে গেল।           

icc t20 wc chris jordan 23.06

হ্যাটট্রিক করলেন খ্রিস জর্ডান (ডান দিকে)। ছবি ICC ‘X’ handle থেকে নেওয়া।

রবিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে আয়োজিত ম্যাচে ইংল্যান্ড টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ডের বোলিং-এর মোকাবিলাই করতে পারেননি মার্কিন ব্যাটাররা। সর্বোচ্চ রান নীতীশ কুমারের। তিনি ২৪ বলে ৩০ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন। ৩ জন মার্কিন ব্যাটার শূন্য রানে ঘরে ফিরেছেন। এই ৩ জনকেই প্যাভিলিয়নে ফেরান খ্রিস জর্ডান। তাঁর তৃতীয় ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে।

১১৫ রানেই পড়ল ৪টি উইকেট

নিয়মিত ব্যবধানে উইকেটে পড়েছে। একমাত্র দ্বিতীয় উইকেটে স্টেভেন টেলর এবং নীতীশ কুমার পরিস্থিতি সামলানোর কিছুটা চেষ্টা করেছিলেন। তাঁরা যোগ করেন ৩৪ রান। দলের ১১৫ রানের মাথায় ৪টি উইকেট পড়ে। প্রথমে আউট হন হরমিত সিং। তিনি ১৭ বলে ২১ রান করে স্যাম কুরানের বলে খ্রিস জর্ডানকে ক্যাচ দিয়ে আউট হন। এর পরের ওভার করতে আসেন খ্রিস জর্ডান। ওই ১১৫ রানের মাথায় তিনি একে একে ফিরিয়ে দেন আলি খান, নসথুস কেনিগে এবং সৌরভ নেত্রবলকরকে।

দায়িত্ব নিলেন অধিনায়ক বাটলার

জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে গিয়ে ইংল্যান্ড একটা বিষয় মাথায় রেখে দিয়েছিল, উইকেট পড়া চলবে না। ইংল্যান্ডের যে ব্যাটার সাধারণত মারমুখী থাকেন সেই ফিল সল্ট আজ ওপেন করতে নেমে নিজেকে কিছুটা গুটিয়ে রাখলেন। আর ঝোড়ো ব্যাটিং করে রান তোলার দায়িত্ব নিলেন অধিনায়ক বাটলার। শেষ পর্যন্ত দু’জনে অবিচ্ছেদ্য থেকে দলের রান পৌঁছে দিলেন ১১৭-য়, দলকে পৌঁছে দিলেন সেমিফাইনালে। সল্ট ২১ বলে ২৫ রান এবং বাটলার ৩৪ বলে ৮৩ রান করে অবিচ্ছেদ্য থাকলেন। বাটলারের ৮৩ রানে ছিল ৭টা ছয় আর ৬টা চার।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বাংলাদেশকে হারিয়ে সুপার ৮-এ দ্বিতীয় জয়, সেমিফাইনালের পথে ভারত

সাম্প্রতিকতম

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

ছয় মেরে অভিষেক আইপিএল-এ কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব সূর্যবংশীর

খবর অনলাইন ডেস্ক: ইতিহাস রচনা করল বৈভব সূর্যবংশী। গত মাসেই ১৪ বছর হয়েছে তার...

স্বাধীনতা দিবসের পরই বাংলাদেশ সফরে ভারত, সাদা বলের সিরিজে বিশ্রামে থাকছেন সিনিয়ররা?

১৭ অগস্ট থেকে শুরু ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ়। মিরপুর ও চট্টগ্রামে হবে ছ’টি ম্যাচ। বিশ্রামে রোহিত, বিরাটরা? বাংলাদেশ সফরে যেতে পারেন তরুণরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে