ওয়েস্ট ইন্ডিজ: ১৮০-৪ (জনসন চার্লস ৩৮, রোভম্যান পাওয়েল ৩৬, মইন আলি ১-১৫, লিয়াম লিভিংস্টোন ১-২০)
ইংল্যান্ড: ১৮১-২ (ফিল সল্ট ৮১ নট আউট, জনি বেয়ারস্টো ৪৮ নট আউট, রোস্টোন চেজ ১-১৯, আন্দ্রে রাসেল ১-২১)
খবর অনলাইন ডেস্ক: এবারের আইসিসি টি২০ বিশ্বকাপে গ্রুপ লিগের খেলায় গোড়ার দিকে ইংল্যান্ডের পারফরমেন্স সমর্থকদের খুব চিন্তায় ফেলে দিয়েছিল। সুপার ৮-এ জায়গা করে নিয়ে স্বমূর্তি ধারণ করেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার গ্রুপ ‘২’-এর খেলায় ১৫ বল বাকি থাকতেই তারা ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৮ উইকেটে।
সেন্ট লুসিয়ায় ডারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ তাদের নির্ধারিত ২০ ওভারে করে ৪ উইকেটে ১৮০ রান। প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার পক্ষে খারাপ স্কোর নয়। জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ইংল্যান্ড মাত্র ২ উইকেট খুইয়েই ওই রান তুলে নেয়। তারা করে ২ উইকেটে ১৮১ রান। আগাগোড়া নট আউট থাকেন ওপেনার ফিল সল্ট। ৪৭ বলে ৮৭ রান করে খুব স্বাভাবিক ভাবেই তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।
ওয়েস্ট ইন্ডিজের টিম গেম
ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ১৮০ রান টিম গেমের ফল। কোনো ব্যাটারই তেমন বড়ো কোনো স্কোর করেননি। কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু অবদান রেখে গিয়েছেন – জনসন চার্লস (৩৪ বলে ৩৮ রান), রোভম্যান পাওয়েল (১৭ বলে ৩৬ রান), নিকোলাস পুরান (৩২ বলে ৩৬ রান), শেরফেন রাদারফোর্ড (১৫ বলে ২৮ রান নট আউট) এবং ব্র্যান্ডন কিং (১৩ বলে ২৩ রান অবসৃত)।
শুরুটা ভালোই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম উইকেটে তারা করে ৯৪ রান। দলের ৪০ রানের মাথায় ব্র্যান্ডন কিং আহত হয়ে মাঠ ছাড়ার পর জনসন চার্লসের সঙ্গী হন নিকোলাস পুরান। ৯৪ রানে মইন আলির বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে চার্লস চলে গেলে মাঠে আসেন দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল। পুরান- পাওয়েল জুটি রান নিয়ে যান ১৩৭-এ। তার পর ৪ রানের ব্যবধানে দু’জনে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ২ রানের মধ্যেই বিদায় নেন আন্দ্রে রাসেল। ১৪৩ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। এর পর শেরফেন রাদারফোর্ড এবং রোমারিও শেফার্ড অবিচ্ছেদ্য থেকে দলের রান পৌঁছে দেন ১৮০ থেকে। ৪ উইকেট পড়ে যাওয়ার ওয়েস্ট ইন্ডিজ ১৯ বলে ৩৭ রান যোগ করে তার বেশিটাই আসে রাদারফোর্ডের ব্যাট থেকে।
সল্ট-বেয়ারস্টো জুটির সাফল্য
জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৮১ রান। ১৫ বল বাকি থাক্তেই তাড়া সেই রান তুলে নেয়। ফিল সল্ট এবং অধিনায়ক জোস বাটলারের জুটিতে প্রথম উইকেটে যোগ হয় ৬৭ রান। বাটলার ২২ বলে ২৫ রান করে রোস্টোন চেজের বলে এলবিডব্লিউ হন। সল্টের সঙ্গে যোগ দেন মইন আলি। ১০ বলে ১৩ রান করে মইন প্যাভিলিয়নে ফিরে যেতে সল্টের সঙ্গে দলের হাল ধরেন জনি বেয়ারস্টো। সল্ট-বেয়ারস্টোর জুটি অবিচ্ছেদ্য থেকে তৃতীয় উইকেটে ৯৭ রান যোগ করে দলকে জয়ে পৌঁছে দেন।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: লড়াই করে হারল মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮ রানে জিতল সাউথ আফ্রিকা