eng-indfinal

ওয়েবডেস্ক: ইতিহাস সৃষ্টি করল ইংল্যান্ড ক্রিকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসাবে ১০০০ টি টেস্ট খেলার নজির করল তারা। বুধবার ভারতের বিরুদ্ধে এজবাস্টনে এই টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন জো রুট।

১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে চলা শুরু ব্রিটিশদের। এখনও পর্যন্ত ৯৯৯ টেস্ট ম্যাচের পরিসংখ্যানে ইংল্যান্ড জয় পেয়েছ ৩৫৭ ম্যাচে। হার ২৯৭ এবং ড্র ৩৪৫।

অবশ্য ইংল্যান্ডের এই কৃতিত্ব অন্য কোনো দলের পক্ষে ছোঁয়া এই মুহূর্তে মুশকিল। কারণ দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৮১২টি টেস্টে অংশগ্রহণ করেছে। তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ ৫৩৫ এবং চতুর্থ স্থানে ভারত। যাদের এটি ৫২৩ তম টেস্ট।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here