ওয়েবডেস্ক: চলতি ক্রিকেট বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি মাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপে এত ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়নি। আগামী ম্যাচগুলিতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। স্বাভাবিকভাবেই যা নিয়ে চিন্তিত সমর্থকরা। চিন্তিত শশী থারুরের মতো রাজনৈতিক ব্যক্তিত্বও।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থারুর জানান, ইংল্যান্ডে বিশ্বকাপের মতো কোনো টুর্নামেন্টে আয়োজন করার অনুমোদন দেওয়া উচিত নয়।
তিনি জানান, “বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছে। পরিস্থিতি খুবই স্যাঁতসেঁতে। তা হলে কি ইংল্যান্ডকে বিশ্বকাপের মোত আন্তর্জাতিক টুর্নামেন্টে থেকে নির্বাসিত করা উচিত নাকি আবহাওয়া ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? না কি এমসিসি কোনো কভার স্টেডিয়াম বানাবে? ওদের ওখানে গ্রীষ্মকাল, বর্ষায় পরিণত হচ্ছে”।