Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের দ্বিশতে রান ভর করে ভারতের বিশাল ইনিংস, ফলো...

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের দ্বিশতে রান ভর করে ভারতের বিশাল ইনিংস, ফলো অন বাঁচাতে লড়ছে ইংল্যান্ড   

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ভারত: ৫৮৭ (শুভমন গিল ২৬৯, রবীন্দ্র জাদেজা ৮৯, যশস্বী জয়সওয়াল ৮৭, শোয়েব বশির ৩-১৫৭, ক্রিস ওকস ২-৮১, জোশ টাং ২-১১৯)

ইংল্যান্ড: ৭৭-৩ (হ্যারি ব্রুক ৩০ নট আউট, আকাশ দীপ ২-৩৬)   

বার্মিংহাম (ইংল্যান্ড): টেল-এন্ডারদের সাহায্য পেলে অধিনায়ক শুভমন গিল হয়তো তিনশোও পেরিয়ে যেতেন। অন্তত যে ভাবে খেলছিলেন, তাতে এ কথা বলাই যায়। কিন্তু তাঁকে থেমে যেতে হল ৩০০-র ৩১ রান আগে। দ্বিশত রান করে ভারতের অধিনায়ক হিসাবে ইতিহাস গড়লেন গিল। তবে তাঁর এই এগিয়ে যাওয়ার পথে সাহচর্য পেলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের। দুর্ভাগ্য জাদেজার। সেঞ্চুরি থেকে ১১ রান কম করে ফিরে গেলেন জাদেজা। আর আট রানের জন্য অর্ধশত রান পেলেন না সুন্দর। ভারত প্রথম ইনিংস শেষ করল ৫৮৭ রানে।

ভারতের এই বিশাল ইনিংসের মোকাবিলায় শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারাল তারা। এখন পরিস্থিতি সামাল দিচ্ছেন হ্যারি ব্রুক এবং জো রুট। ফলো অন এড়াতে হলে তাদের এখনও ৩১১ রান করতে হবে। হাতে রয়েছে ৭ উইকেট।

ভারত শেষ করল ৫৮৭-তে          

৫ উইকেটে ৩১০ হাতে নিয়ে বৃহস্পতিবার এজবাস্টনে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভমন গিল ও রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যে জাদেজা ইংল্যান্ডের মাটিতে তাঁর সপ্তম অর্ধশত রান পূর্ণ করেন। ৮৯তম ওভারে ক্রিস ওকসের বল স্কোয়ার লেগ দিয়ে পাঠিয়ে এক রান নিয়ে ৫০ করেন জাদেজা।

ind eng 2nd test shubman 2 04.07 1

দর্শককুলকে অভিবাদন শুভমনের। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে ব্যাটিং করে যেতে থাকেন শুভমন এবং জাদেজা। একসময়ে নিজের দেড়শো রান করে ফেলেন শুভমন। শোয়েব বশিরের ফুলটস বল লং অনে পাঠিয়ে এক রান নেন শুভমন। টেস্ট ক্রিকেটে শুভমনের প্রথম দেড়শো রান। ব্যাট তুলে দর্শকদের অভিবাদন জানান।

কিন্তু দুর্ভাগ্য জাদেজার। শতরান থেকে মাত্র ১১ রান দূরে থেমে গেল তাঁর ইনিংস। ১০৮তম ওভারের তৃতীয় বরে জোশ টাঙের শিকার হলেন জাদেজা। ক্যাচ দিলেন উইকেটকিপার জেমি স্মিথকে। ষষ্ঠী উইকেটের জুটিতে শুভমন ও জাদেজা যোগ করলেন ২০৬ রান। শুভমনের সঙ্গে জুটি বাঁধলেন ওয়াশিংটন সুন্দর।

এর পরেই রেকর্ড করলেন শুভমন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম দ্বিশত রান করলেন তিনি। ১২২তম ওভারে জোশ টাঙের প্রথম বল। ফাইন লেগে পাঠিয়ে এক রান। পৌঁছে গেলেন ২০০-য়। তার পরে এজবাস্টনে প্রথম ইনিংসে ৫০০ রান পেরিয়ে গেল ভারত। শেষ পর্যন্ত দলের ৫৫৮ রানের মাথায় ফিরে গেলেন সুন্দর জো রুটের বলে বোল্ড হয়ে। তাঁর স্কোর ৪২ রান। এর পর আর ভারত বেশি দূর এগোতে পারেনি। দ্রুত রান তোলা শুরু করেন শুভমন। তারই খেসারত দেন দলের ৫৭৪ রানের মাথায়। জোশ টাঙের বলে ওলি পোপকে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমন। তাঁর সংগ্রহ ২৬৯ রান। শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয় ৫৮৭ রানে।

ind eng 2nd test akash 04.07

আকাশ দীপ উইকেট পাওয়ার পরে। ছবি BCCI ‘X’ ঠেকে নেওয়া।

হ্যাটট্রিক হল না আকাশ দীপের

ইনিংস শুরু করেই ধাক্কা খায় ইংল্যান্ড। হ্যাটট্রিকের মুখে চলে আসেন। বাংলার আকাশ দীপ। দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহের জায়গায় খেলছেন আকাশ দীপ। দলে তাঁর অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করেন তিনি। ইংল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে আকাশ দীপ তুলে নেন গত টেস্টের শতরানকারী বেন ডাকেটকে। শুভমনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ডাকেট।

পরের বলেই আউট গত টেস্টের আর-এক শতরানকারী ওলি পোপ। আকাশ দীপের বলে পোপ ক্যাচ দেন লোকেশ রাহুলকে। পর পর দুটি বলে আকাশ দীপ ফিরিয়ে দিলেন ডাকেট ও পোপকে। আকাশ দীপের ওই ওভারের শেষ বল সামলালেন জো রুট। রুট সঙ্গী হন আর-এক ওপেনার জাক ক্রলি। কিন্তু দলের ২৫ রানে ফিরে গেলেন ক্রলি। তাঁকে তুলে নিলেন মহম্মদ সিরাজ। আপাতত পরিস্থিতি সামলানোর দায় জো রুট (১৮ নট আউট) এবং হ্যারি ব্রুক (৩০ নট আউট)।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের আবার সেঞ্চুরি, ১৩ রানে বঞ্চিত যশস্বী, দলে তিন পরিবর্তন  

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: ঋষভের বিরুদ্ধে ইংল্যান্ডের পরিকল্পনায় ক্ষুব্ধ গাওস্কর, ক্রিকেটের নিয়ম বদলের আর্জি     

খবর অনলাইন ডেস্ক: বেন স্টোকসদের পরিকল্পনায় রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাওস্কর। লর্ডস টেস্টে যে ভাবে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: লর্ডস-এ কে এল রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, ১০ বছর পর টেস্টে প্রথম ইনিংসে টাই

ইংল্যান্ড: ৩৮৭ (জো রুট ১০৪, ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১, জসপ্রীত বুমরাহ ৫-৭৪,...