cricket image

ওয়েবডেস্ক: ভারতের অন্যতম সফল বোলার ইউসুফ পাঠান। একসময়ে বিশ্বের সেরাদের মধ্যে একজন ছিলেন। তবে ফর্মের চূড়ায় বেশিদিন থাকতে পারেননি তিনি। ফের ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন তিনি। তবে বোলার হিসাবে নয়, কোচ এবং মেন্টর হিসাবে। রাজ্যের সিনিয়র দলের জন্য, ২০১৮-১৯ মরশুমে তাঁকে নিযুক্ত করলো জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থা।

সংস্থার সিইও আশিক ভুকারি জানান, “ পাঠানের মতো খেলোয়াড়কে সঙ্গে পাওয়া বড়ো সম্মানের। কোচ এবং মেন্টর হিসাবে ওঁর থেকে ছেলেরা অনেক কিছু শিখতে পারবে”।

ইতিমধ্যেই জম্মু কাশ্মীরে পৌঁছেছেন ইউসুফ। তিনি জানান, “ ভালো লাগছে এই সুযোগ পেয়ে, ছেলেরা যত পরিশ্রম করবে তত উন্নতি করবে। আমি ওদের সঙ্গে রয়েছি”। সেখানে পৌঁছে তিনি শের -এ-কাশ্মীর স্টেডিয়ামে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here