ওয়েবডেস্ক: দেশের জাতীয় নির্বাচকরা অনুষ্কা শর্মার জন্য চা নিয়ে আসেন। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার।
একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই দাবি করেছেন ইঞ্জিনিয়ার। সেই সঙ্গে বর্তমান নির্বাচকমণ্ডলীর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।
ইঞ্জিনিয়ার বলেন, “আমাদের নির্বাচকমণ্ডলী কার্যত মিকি মাউসের মতো আচরণ করে। তবে বিরাট কোহলি দল নির্বাচনে একটা মুখ্য ভূমিকা পালন করেন, যেটা খুব ভালো একটা ব্যাপার।”
এর পরেই তিনি যোগ করেন, “নির্বাচকরা কী কাজ করে আমি জানি না। বিশ্বকাপ চলাকালীন একটা ম্যাচে দেখলাম একজন তো অনুষ্কা শর্মা জন্য চা নিয়ে এল।”
আরও পড়ুন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ নিয়ে ধোঁয়াশা দূর করলেন সৌরভ
ইঞ্জিনিয়ারের মতে, ভারতীয় ক্রিকেটের প্রকৃত উন্নতি করতে হলে দিলীপ বেঙ্গসরকারের মতো কাউকে নির্বাচকমণ্ডলীতে আসতে হবে।
সাম্প্রতিক ইতিহাসে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে নিন্দার পাত্র হয়ে উঠেছেন এমএসকে প্রসাদ। নানা রকম বিতর্কিত এবং হাস্যকর মন্তব্যও করেছেন তিনি। এর মধ্যে সব থেকে সাড়া ফেলে দেওয়া মন্তব্য ছিল, যখন তিনি বিজয় শঙ্করকে ‘থ্রি-ডায়মেনশনাল’ ক্রিকেটার বলেছিলেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।