ওয়েবডেস্ক: অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন ভারতের শুটার অভিনব বিন্দ্রা। তবে তিনি যাতে ভালোভাবে অনুশীলন করতে পারেন তাঁর জন্য তাঁর বাবা একটি শুটিং রেঞ্জ তৈরি করে দিয়েছিলেন। এবার ক্রিকেটেও তেমনই ঘটনা।
২০১০ সালে সুরেন্দ্র পুনিয়া ২২ লক্ষ টাকায় জয়পুরের শহরতলিতে ১.৫ বিঘার একটি জমি কিনেছিলেন নিজের সম্পত্তি বিক্রি করে এবং টাকা ধার নিয়ে। এবং সেখানে ক্রিকেট মাঠ তৈরি করেছিলেন। যাতে তাঁর মেয়ে ঠিকমতো অনুশীলন করতে পারেন।
ফল মিলল। সম্প্রতি ভারতের মহিলা টি২০ ডাক পেয়েছেন ২২ বছর বয়সি প্রিয়া পুনিয়া। আসন্ন নিউজিল্যান্ড সফরে।

তাঁর বাবা জানান, “আমি সবসময় এখানে একটা স্পোর্টস কমপ্লেক্স করতে চেয়েছিলাম। তবে মেয়ে যেহেতু ক্রিকেট ভালোবাসে তাই ক্রিকেট মাঠ বানিয়েছিলাম”।
জাতীয় দলে সুযোগ পেয়ে প্রিয়া জানিয়েছেন, “আমি একদিনের দলে জায়গা পাওয়া নিয়ে আশাবাদী ছিলাম। তবে যে সুযোগ আসবে আমি সেটাই কাজে লাগাবো। আন্তর্জাতিক মঞ্চে ভালো করতে চাই”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।