ওয়েবডেস্ক: ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে শুরুটা ভালোই করেছে ভারত। আর এই ইংল্যান্ডের মাটিতেই প্রথমবার বিশ্বকাপ জেতে ভারত। ১৯৮৩ সালে। কপিল দেবের নেতৃত্বে। সেই ইংল্যান্ডের মাটিতে ফের একবার কাপ জেতার অন্যতম দাবিদার ভারত।
আরও পড়ুন: সুইমিং পুলের মধ্যে থেকে সাক্ষাৎকার দিলেন ক্রিকেটার
সেই ইতিহাসকে মনে করিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ভারতের প্রাক্তন তথা কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। যিনি ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন।
ছবিতে লর্ডসের মাটিতে দাঁড়িয়ে রয়েছেন সচিন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আর এক কিংবদন্তি সুনীল গাওস্কর।
ছবিতে সচিন লেখেন, “ভালো লাগছে সেই জায়গায় এসে, যেখানে ৩৬ বছর আগে একটা স্বপ্ন শুরু হয়েছিল। সঙ্গে এমন একজন রয়েছেন যিনি আমার আইডল”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।