india

ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে সপ্তমবার সেরার শিরোপা এনে দিয়েছেন রোহিত শর্মা। সারা টুর্নামেন্ট জুড়েই নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। এ বার সেই নিয়ে মুখ খুললেন কিংবদন্তি বোলার তথা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনুস।

waqar

সম্প্রতি খলিজ টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, “দেখুন বিরাট কোহলি, বিরাট কোহলি। আপনি ওটা চ্যালেঞ্জ করতে পারবেন না। তবে আমি মনে করি বিরাটকে ছাড়াও, এই ভারতীয় দল এশিয়া কাপে খুব ভালো পারফরমেন্স করেছে। তিন নম্বর পজিশনে বিরাটের থাকাটা বিশাল পার্থক্য গড়ে দেয়”।

আরও পড়ুন: তরুণ স্পিনারের থেকে নতুন কিছু ট্রিক শিখেছি : অশ্বিন

একই সঙ্গে রোহিত প্রসঙ্গেও প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “বিরাটকে ছাড়াও টুর্নামেন্টে রোহিত দুর্দান্ত পারফরমেন্স করেছে। ও অধিনায়কত্বে প্রতিদিন উন্নতি করছে। রোহিতকে আইপিএলেও অধিনায়কত্ব করতে দেখেছি। ও খুব শান্ত। ও সবাইকে স্বাধীনতা দেয়। সবাইকে নিজের সিদ্ধান্ত নিতে দেয়। ও খুব সুন্দর অধিনায়ক”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন