harbhajan

ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরমুশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন দিনের মধ্যেই খেলার ফয়সালা। টেস্টে যে ক্যারিবিয়ানরা রীতিমতো ব্যাকফুটে তা তাদের খেলাতেই চিত্রিত। বিপক্ষের এমন দশা নিয়ে কিছুটা মজা করেছিলেন ভারতের তারকা স্পিনার হরভজন সিং। এ বার হরভজনের টুইট-পোস্টের মজার ছলেই উত্তর দিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ বোলার টিনো বেস্ট।

best
টিনো বেস্ট

আরও পড়ুন: এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি পৃথ্বী শ’র ম্যানেজমেন্ট টিমের

টুইটার পোস্ট ভাজ্জি লেখেন, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সম্মান জানিয়ে আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখছি, এই ওয়েস্ট ইন্ডিজ দল কি রঞ্জির কোয়ার্টার ফাইনালে প্লেট গ্রুপ থেকে যেতে পারবে? এলিট থেকে তো হবে না।”

 

দলের বিরুদ্ধে এমন কথাতে খুশি না হওয়াটাই স্বাভাবিক। পোস্টে বেস্ট জানান, “এই ভাই ইংল্যান্ডের বিরুদ্ধে এই টুইটগুলো কিন্তু দেখিনি। যাই হোক তরুণ খেলোয়াড়রা ঠিক শিখে যাবে”।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন