logoindaus

ওয়েবডেস্ক: এই মুহূর্তে আইপিএলে ভারতীয় এবং অস্ট্রেলীয় ক্রিকেটাররা একসঙ্গে মনোনিবেশ করলেও, চলতি বছরের শেষে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। আসন্ন নভেম্বরে প্রায় দু’মাসের সুচিতে অস্ট্রেলিয়া সফর করবেন বিরাট কোহলিরা। সেই সিরিজেরই সূচি প্রকাশ হয়ে গেল। টি-২০ দিয়ে শুরু হবে বিরাটদের যাত্রা। তার পর টেস্ট এবং সবশেষে একদিনের ম্যাচ। তবে সেই সিরিজে দিন রাতের টেস্ট হবে কি না, সেই বিষয়ে অবশ্য কোনো আভাস পাওয়া যায়নি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কার্য নির্বাহক কর্তা জেমস সাদারল্যান্ড জানান, “ভারতের সঙ্গে দিন রাতের টেস্ট খেলা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা দুই বোর্ড এই নিয়ে কথা বলছি। আশা করি ভাল কিছু হবে।”

দেখে নিন সেই সিরিজের সম্পূর্ণ ক্রীড়াসূচি:

নভেম্বর ২১ – প্রথম টি ২০ (ব্রিসব্রেন)

নভেম্বর ২৩ – দ্বিতীয় টি ২০ (মেলবোর্ন)

নভেম্বর ২৫ – তৃতীয় টি ২০ (সিডনি)

 

প্রথম টেস্ট ৬-১০ ডিসেম্বর (অ্যাডেলেড)

দ্বিতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর (পার্থ)

তৃতীয় টেস্ট ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন)

চতুর্থ টেস্ট ৩-৭ জানুয়ারি (সিডনি)

 

প্রথম একদিনের ম্যাচ- জানুয়ারি ১২ (সিডনি)

দ্বিতীয় একদিনের ম্যাচ – জানুয়ারি ১৫ (অ্যাডেলেড)

তৃতীয় একদিনের ম্যাচ – জানুয়ারি ১৮ (মেলবোর্ন)

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here