daynight

ওয়েবডেস্ক: দিন-রাতের টেস্ট নিয়ে ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে। ভারতীয় বোর্ড প্রথম থেকেই এ ব্যাপারে ভিন্ন মত। এমনকি অস্ট্রেলিয়ার সঙ্গে চলতি বছরের শেষে শুরু হওয়া টেস্ট সিরিজেও, দিন-রাতের টেস্ট খেলতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যা নিয়ে দু’বোর্ডের মধ্যে এখনও তরজা লেগে রয়েছে।

আরও পড়ুন: ‘হেরে যাওয়ার ভয়েই দিনরাতের টেস্ট খেলবে না ভারত,’ বিস্ফোরক সাদারল্যান্ড

কিন্তু শেষমেশ বিসিসিআই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে, দিন-রাতের টেস্টকে স্বীকৃতি দিয়েছে। যার ফলে এই বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দু’টি টেস্টের মধ্যে একটি ম্যাচ হবে দিন-রাতের।

আরও পড়ুন: ভারতের মাটিতে প্রথম বারের জন্য দিন-রাতের টেস্ট

সেই বিষয়কে সামনে রেখে এ বার দিন-রাতের টেস্টের হয়ে সওয়াল করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। বৃহস্পতিবার একটি বিশিষ্ট হেলথ্‌ ড্রিঙ্ক সংস্থার হয়ে প্রচারে সৌরভ বলেন, “দিন-রাতের টেস্টই আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখাবে। প্রতিটা দেশকেই তা খেলতে হবে। দিন-রাতের টেস্ট এবং দিনের টেস্টের মধ্যে কোনো তফাৎ নেই। শুধু বলটা পিঙ্ক রঙয়ের। ভারত ভালো দল। ওরা দিন-রাতের টেস্টও জিতবে। সবাই বিশ্বমানের ক্রিকেটার।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here