gayle

ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে বিধ্বংসী ব্যাটসম্যানদের তালিকা যদি করা হয় তাহলে শীর্ষে কে থাকবেন বলা মুশকিল। কেনো না যখনই এই কথা মাথায় আসে তখন দু’জনের নাম না বললেই নয়। একজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল অপরজন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। এই দু’জনের মধ্যে কে সেরা সেই তর্ক শেষ হওয়ার নয়। তবে তারই মাঝে নিজের ব্যাটিং দক্ষতায় আফ্রিদিকে কিন্তু ছুঁয়ে ফেললেন গেল।

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ঘরের মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২-১ ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজ হারলেও, নজর কাড়লেন ক্রিস গেল। সবাই জানেন, গেল যখন ব্যাট ধরেন তখন তার দামামা চারিদিকে ছড়িয়ে পরে। এক্ষেত্রেও তাই।

তৃতীয় এবং শেষ ম্যাচে পাঁচটি ছয় মারেন তিনি। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছয় মারার তালিকায় ছুঁয়ে ফেললেন আফ্রিদিকে। দু’জনেরই ছয়ের সংখ্যা এখন ৪৭৬। তবে গেলের ম্যাচ সংখ্যা কম, ৪৪৩। আফ্রিদির ৫২৪।

afridi600
শাহিদ আফ্রিদি

১ অগাস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজেই সম্ভবত এই রেকর্ড ভেঙে দেবেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here