rabi

ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরমুশ হয়েছে ভারত। দলে এত ভারসাম্য থাকা স্বত্ত্বেও, এত নিম্ন মানের পারফরমেন্স মানতে পারেননি ক্রিকেটভক্তরা। দলের পারফরমেন্স খারাপ হলে প্রথম চাপটাই আসে কোচের ওপর। এ ক্ষেত্রেও তাই। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীকে নিয়েও নানা প্রশ্ন উঠেছে। সমালোচকদের দিক দিয়ে উড়ে এসেছে প্রচুর প্রশ্ন। অনেকের মতে, তাঁর কোচের পদ থেকে সরে যাওয়া উচিত। এই মন্তব্য তো রীতিমতো খবরের শিরোনামে ছিল। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায়ও এই মন্তব্য ভাইরাল হয়। অবশ্য এশিয়া কাপ জেতার পর সে সব প্রশ্ন এখন পর্দার আড়ালে।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বর্তমান ভারতীয় খেলোয়াড়রা কেমন খেলেছেন

এ বার সেই নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী। গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, “আমি নিশ্চিন্তে গভীর ঘুম দিই। বরাবরই এ রকম ঘুমোই, সেই আমার খেলার সময় থেকে। তখন একটি বা দু’টি কাগজ ছিল। ঘুম থেকে উঠে পড়ে নিতাম। এখনও আমার শুধু সেটুকুই সময় আছে। বাকি কিছুর জন্য সময় নেই। টুইটার এবং ইন্সটাগ্রামে আছি। শুধু টুইট করি। কিছু পড়ি না। সমালোচকরা জাহান্নমে যাক, যতক্ষণ তুমি নিজের কাজে ব্যস্ত রয়েছ। তুমি জানো কাজে তুমি নিজের ১০০ শতাংশ দিচ্ছ। বাকি কিছু নিয়ে চিন্তা করি না। তবে এগুলো নিয়ে ভাবলেই বাকি ব্যাপারস্যাপারেও তার প্রভাব পড়বে। তাই ও সবে কান না দেওয়াই ভালো।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন